২০২৪ অলিম্পিক্স সম্ভবত ভারতে, প্রথম বাছাই আহমেদাবাদ শহর

সবকিছু ঠিকঠাক চললে ২০২৪ সালে ভারতে হতে পারে অলিম্পিক্স। এব্যাপারে উদ্যোগ নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমাসের শেষের দিকে ভারতে আসছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি থমাস বাক। লুসানে আইওসির সদর দফতরে বাককে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রীড়াসচিব অজিত শারান এবং আইওএ সভাপতি এন রামাচন্দ্রন। থমাসের ভারত সফর নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর তাঁর সঙ্গে ভারতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বাক নিজেও ভারতে অলিম্পিক করার ব্যাপারে আগ্রহী বলে আইওএর পক্ষ থেকে জানানো হয়েছে। তারিখ চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে এমাসের সাতাশ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আইওসি সভাপতি। অলিম্পিকের আয়োজন করতে গেলে অক্টোবরের মধ্যে বিড করতে হবে ভারতকে।  ২০১৬ তে শর্টলিস্ট করার পর ২০১৭ তে আয়োজক দেশের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।

Updated By: Apr 4, 2015, 12:47 PM IST
২০২৪ অলিম্পিক্স সম্ভবত ভারতে, প্রথম বাছাই আহমেদাবাদ শহর

ওয়েব ডেস্ক: সবকিছু ঠিকঠাক চললে ২০২৪ সালে ভারতে হতে পারে অলিম্পিক্স। এব্যাপারে উদ্যোগ নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমাসের শেষের দিকে ভারতে আসছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি থমাস বাক। লুসানে আইওসির সদর দফতরে বাককে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রীড়াসচিব অজিত শারান এবং আইওএ সভাপতি এন রামাচন্দ্রন। থমাসের ভারত সফর নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর তাঁর সঙ্গে ভারতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বাক নিজেও ভারতে অলিম্পিক করার ব্যাপারে আগ্রহী বলে আইওএর পক্ষ থেকে জানানো হয়েছে। তারিখ চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে এমাসের সাতাশ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আইওসি সভাপতি। অলিম্পিকের আয়োজন করতে গেলে অক্টোবরের মধ্যে বিড করতে হবে ভারতকে।  ২০১৬ তে শর্টলিস্ট করার পর ২০১৭ তে আয়োজক দেশের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।

অলিম্পিক্সের ক্ষেত্রে প্রাথমিকভাবে বাছা হয়েছে আহমেদাবাদ শহরকে।

.