রোহিত-রাহানের ওপেনিং ধামাকা, বিরাটের নৃশংস ব্যাটিং, ভারত-১৯২/২

Updated By: Mar 31, 2016, 08:42 PM IST
রোহিত-রাহানের ওপেনিং ধামাকা, বিরাটের নৃশংস ব্যাটিং, ভারত-১৯২/২

ডানহাতি গেইলের ব্যাটিংয়ে মুম্বইয়ের ওয়াংখেরেতে রানের পাহাড়ে ভারত। বিশ্বকাপে 'আউট অব ফর্ম' রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে ২০১৬ আইসিসি বিশ্বকাপে প্রথমবার মাথা তুলে দাঁড়াল ভারতীয় ওপেনিং। ৩১ বলে ৪৩ রানের ইনিংস। ৩ চার আর ৩ ছয়ে রোহিত প্রথম থেকেই গতি এনে দেয় ভারতীয় ব্যাটিং। এদিন অবশ্য রোহিতের সঙ্গী ছিলেন অজিঙ্কে রাহানে। শিখরকে বসিয়ে অজিঙ্কে রাহানের কামব্যাকও আজ সফল। ৩৪ বলে ৪০ রান। বাউন্ডারি লাইনে ডোয়েন ব্র্যাভোর অনবদ্য ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন রাহানে। দুই মুম্বইকরের ব্যাটিংয়ের সামনে ফ্যাকাসে ছিল ক্যারিবিয়ান বোলিং। রাসেল, বেন, বদ্রিরা কার্যত দিশেহারা হয়ে পড়েন।

রাহানের আউট হতেই ব্যাটিং অর্ডারে উঠে আসেন মহেন্দ্র সিং ধোনি। রান মেশিন বিরাট এবং ক্যাপ্টেন কুল ধোনি, ক্রিকেট প্রেমীরা আসা করছিলেন দ্বিতীয় সেমিফাইনালে পারফেক্ট টি-টোয়েন্টি এবার হবে, চার ছক্কা আর হৈ হৈ। উইকেট বেশ ভালো, একেবারেই স্লো নয়, রানের বন্যা হবে, এমনটাই ছিল পূর্বাভাস। হলও তাই। বিরাট ৪৭ বলে অপরাজিত ৮৯। ধোনি ৯ বলে ১৫।

তবে উল্লেখ্য, এদিন ইন ফর্ম রান মেশিন বিরাটকে দু'বার রান আউট করার সুযোগ পেয়েও তা হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারেও বিরাটের ক্যাচ মিস। ক্রিকেটের নন্দন কানন ইডেনে ফাইনালের টিকিট পেতে ক্যারিবিয়ানদের করতে হবে ১৯৩।        

.