এক ওভারে ৩৯ রান দিয়ে লজ্জার নতুন বিশ্বরেকর্ড বাংলাদেশী বোলারের
এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে? ক্যুইজে প্রশ্ন এলে হাতের কড় আর নামতা পড়ে বলে দেওয়া যায়, ৩৬। কিন্তু না ৩৬ নয় এক ওভারে ৩৯ রান দিয়ে ফেললেন বাংলাদেশের আলাউদ্দিন বাবু। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান খরচ করার ব্যাপারে বাবুর এই ওভারটাই লজ্জার বিশ্বরেকর্ড গড়ল। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগস্পিনার ডান ভান বুঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ রান দিয়েছিলেন। সেই রেকর্ডটাই ভাঙলেন আলাউদ্দিন।
এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে? ক্যুইজে প্রশ্ন এলে হাতের কড় আর নামতা পড়ে বলে দেওয়া যায়, ৩৬। কিন্তু না ৩৬ নয় এক ওভারে ৩৯ রান দিয়ে ফেললেন বাংলাদেশের আলাউদ্দিন বাবু। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান খরচ করার ব্যাপারে বাবুর এই ওভারটাই লজ্জার বিশ্বরেকর্ড গড়ল। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগস্পিনার ডান ভান বুঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ রান দিয়েছিলেন। সেই রেকর্ডটাই ভাঙলেন আলাউদ্দিন।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আবহনী সম্মেলনীর হয়ে বল করে ম্যাচের ৫০ তম ওভারে বাবু ৯টা বল করলেন। বাবুর ওই ওভারে জিম্বাবোয়ের এল্টন চিগুমবুরা হাঁকালেন ৪টি ছয়, দুটো চার। বাকি রানটা এল ওয়াইড আর নো বল থেকে।
এই আলাউদ্দিন বাবুকে জাতীয় দলে নেওয়ার কথা চলছে ক মাস ধরে। বাবুর হাত ধরে বাংলাদেশ পেসার অলরাউন্ডারের সমস্যা কাটাবে এটাই আশা করে হচ্ছে।
৩৯ রান আসার ওভারে ঠিক কী হল--
৪৯.০: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৫ রান (নো বল)
৪৯.০: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ১ ওয়াইড
৪৯.১: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৬ রান
৪৯.২: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৪ রান
৪৯.৩: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৬ রান
৪৯.৪: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৪ রান
৪৯.৫:আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৬ রান
৪৯.৫: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ১ ওয়াইড
৪৯.৬: আলাউদ্দিন বাবু - এল্টন চিগুমবুরা: ৬ রান