এক ইনিংস ও ৪১৩ রানে হার
গো হারা হার, বড় হার, লজ্জার, বিশাল বড় হার। এক ইনিংস ৪১৩ রানের হারটাকে কী বলা যায় তা নিয়ে যতই মতভেদ থাকুক ঘটনা হল ব্যাপরটা ঘটেছে। মীরপুরের শের ঈ বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের এক প্রথম শ্রেণীর ম্যাচে বরিশাল ডিভিশনকে এক ইনিংস ৪১৩ রানে হারাল ঢাকা ডিভিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন এক ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বরিশাল ডিভিশান। এত বড় ব্যবধানে হারের নজির সাম্প্রতিককালে আর নেই। বাংলদা
![এক ইনিংস ও ৪১৩ রানে হার এক ইনিংস ও ৪১৩ রানে হার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/27/34128-bu.jpg)
ঢাকা ডিভিশন- ৬৫১/৫ (ডি:)।। বরিশাল ডিভিশান-১৩৯, ৯৯
ওয়েব ডেস্ক: গো হারা হার, বড় হার, লজ্জার, বিশাল বড় হার। এক ইনিংস ৪১৩ রানের হারটাকে কী বলা যায় তা নিয়ে যতই মতভেদ থাকুক ঘটনা হল ব্যাপরটা ঘটেছে। মীরপুরের শের ঈ বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের এক প্রথম শ্রেণীর ম্যাচে বরিশাল ডিভিশনকে এক ইনিংস ৪১৩ রানে হারাল ঢাকা ডিভিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন এক ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বরিশাল ডিভিশান। এত বড় ব্যবধানে হারের নজির সাম্প্রতিককালে আর নেই। বাংলদা
চার দিনের এই প্রথম শ্রেণীর ম্যাচে বরিশাল প্রথম ইনিংসে করেছিল ১৩৯ রান। জবাবে প্রথম ইনিংসে ঢাকা তোলে ৫ উইকেটে ৬৫১ রান ডিক্লেয়ার। ডবল সেঞ্চুরি করেন রণি তালুকদার। আর সেঞ্চুরি করেন রাকবুল হাসান, তাইবুর রহমান। দ্বিতীয় ইনিংসে বরিশাল অল আউট হয়ে যায় মাত্র ৯৯ রানে।