Pirlo কে ছাঁটাই করল Juventus, ফের দায়িত্ব নিতে পারেন Allegri
মাত্র এক মরসুমেই স্বপ্নভঙ্গ!
![Pirlo কে ছাঁটাই করল Juventus, ফের দায়িত্ব নিতে পারেন Allegri Pirlo কে ছাঁটাই করল Juventus, ফের দায়িত্ব নিতে পারেন Allegri](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/28/322445-apu.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাত্র এক মরসুমেই স্বপ্নভঙ্গ! জুভেন্তাসের (Juventus) কোচের পদ থেকে চাকরি খোয়ালেন আন্দ্রে পিরলো (Andrea Pirlo)। শুক্রবার কিংবদন্তি ফুটবলারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) ক্লাব। টুইট বিবৃতি দিয়ে জুভেন্তাস জানিয়ে দিল যে, পিরলোর আর তাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। মনেই করা হচ্ছিল যে পিরলোকে ছাঁটাই করতে পারে জুভেন্তাস। সেই আশঙ্কাই সত্যি হলো অবশেষে।
It’s been a journey full of emotions. Thank you, @Pirlo_official!
https://t.co/OE9plWVJSb pic.twitter.com/BQkfhV9tl0
(@juventusfcen) May 28, 2021
আরও পড়ুন: Diego Maradona মৃত্যুকাণ্ডে ৭ অভিযুক্তকে এমনই নির্দেশ দিল আদালত
জুভেন্তাসের প্রাক্তন ইতালীয় ফুটবলারকে গত অগাস্টে রোনাল্ডোদের কোচ করে নিয়ে এসেছিল ইতালির সেরা ফুটবল ক্লাব। ২০১১সাল থেকে ২০২০ পর্যন্ত টানা সেরি-আ জেতা ক্লাব পিরলোকে নিয়ে এসেছিল মরিসিও সারির জায়গায়। কিন্তু পিরলোর কোচিংয়ে রোনাল্ডোরা এই মরসুমে সেরি-আ শেষ করে চার নম্বরে। পাশাপাশি জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেও ছিটকে যায়। এই কারণেই পিরলোর চাকরিটা কেড়ে নিল ইতালির ক্লাব। যদিও পিরলো জুভেন্তাসকে কোপা ইতালিয়া জিতিয়েছেন এই মরসুমে। এখন শোনা যাচ্ছে ফের একবার মাসিমিলানো আলেগ্রি আসতে পারেন জুভেন্তাসের দায়িত্বে। আলেগ্রির কোচিংয়ে জুভেন্সাস ২০১৪-১৯ পর্যন্ত টানা পাঁচবার সেরি-আ জেতে। পাশপাশি জেব্রা বাহিনী দু'বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে।