Angelo Mathews | BAN vs SL: হেলমেট পেতে দেরি, যাহ্ ক্রিকেটার আউট! রাজধানীতে ক্রিকেট ইতিহাস

Angelo Mathews Time-Out Dismissal For The First Time In International Cricket: এই ঘটনার জন্য় তৈরি ছিল না ক্রিকেটবিশ্ব। তবে ঘটে গেল কাপযুদ্ধের মঞ্চেই। এই প্রথম কোনও ব্য়াটার আন্তর্জাতিক ক্রিকেটে টাইম-আউট হলেন।

Updated By: Nov 6, 2023, 05:01 PM IST
 Angelo Mathews | BAN vs SL: হেলমেট পেতে দেরি, যাহ্ ক্রিকেটার আউট! রাজধানীতে ক্রিকেট ইতিহাস
বিশ্বাসই হচ্ছে না ম্য়াথিউজের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা (BAN vs SL, World Cup 2023)। চলতি কাপযুদ্ধের ৩৮ নম্বর ম্য়াচে, দেশের রাজধানীতে লেখা হল ক্রিকেট ইতিহাস! এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে টাইম-আউট হয়ে (Time-Out Dismissal) সাজঘরে ফিরলেন কোনও ব্য়াটার! অকাঙ্খিত রেকর্ডে নিজের নাম লেখালেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ (Angelo Mathews)।

আরও পড়ুন: Kusal Mendis | Virat Kohli: 'আমি কেন...!' কোহলির সেঞ্চুরি নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক এ কী বলে ফেললেন!

এদিন টস জিতে বাংলাদেশ ব্য়াট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কাকে। ছয়ে নেমেছিলেন অ্যাঞ্জেলো। ২৪.২ ওভারের খেলা চলছিল তখন। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান ছিল ১৩৫। চলে গিয়েছিল পাঁচ উইকেট। অ্যাঞ্জেলো ব্য়াট করতে নেমে দেখেন যে, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। বিকল্প হেলমেটের অপেক্ষা করছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক দেরি দেখে আম্পায়ারের কাছে টাইম-আউটের আবেদন করেন। আম্পায়ারেরও আউট দেওয়া ছাড়া আর কোনও রাস্তাই খোলা ছিল না। অ্য়াঞ্জেলো তাঁর সমস্য়ার কথা সাকিবকে বোঝান। কিন্তু পোড় খাওয়া সাকিব তাঁর আবেদন প্রত্যাহার করেননি। ফলে বাধ্য হয়েই অ্যাঞ্জেলোকে মাঠে নেমেই ফিরে যেতে হয়।

এবার দেখে নেওয়া যাক টাইম-আউট নিয়ে এমসিসি-র রুলবুকে কী লেখা আছে: 'উইকেটের পড়ার পর বা একজন ব্যাটার অবসৃত হওয়ার পরে, পরবর্তী ব্যাটারকে, পরের ডেলিভারি ফেস করতে হবে তিন মিনিটের মধ্য়ে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তিনি যদি সেই কাজ করতে সমর্থ না হন, তাহলে তাঁকে আউট বলে বিবেচনা করা হবে।' যদিও বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের কথা মাথায় রেখে সেই নিয়মে কিছু বদল আনা হয়েছে। তিন মিনিটের বদলে টাইম-আউটের সময় দুই মিনিট বেঁধে দেওয়া হয়েছে। এদিন অ্যাঞ্জেলোর হেলমেট আসতে ও ব্যাট করতে দুই মিনিটের বেশি সময়েই লেগে গেল। এখনও পর্যন্ত ছ'বার কোনও ব্য়াটার টাইম-আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটই দেখেছে এই ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে ঘটল প্রথমবার। সাকিবরা ইতিমধ্য়েই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। শ্রীলঙ্কার শেষ চারে যাওয়ার সম্ভাবনা সরু সুতোয় ঝুলছে এখনও।

আরও পড়ুন: Virat Kohli | Ravi Shastri: 'ও আর গরম টিনের ছাদে বসা বিড়াল নয়'! শাস্ত্রীর চোখে কোহলির বিরাট বদল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.