EXPLAINED | ICC: রাজস্বের সিংহভাগই ভারতের পকেটে, দ্বিগুণ পেয়েও কেন কাঁদছে পাকিস্তান?
As BCCI Gets USD 230 Million Of ICC Revenue PCB Fumes: আইসিসি-র মোট রাজস্বের ৩৮.৪ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ভাগ্যে ৫.৭৫ শতাংশ। কম রাজস্ব পাওয়ার জন্য় রীতিমতো কাঁদছে পাকিস্তান!
![EXPLAINED | ICC: রাজস্বের সিংহভাগই ভারতের পকেটে, দ্বিগুণ পেয়েও কেন কাঁদছে পাকিস্তান? EXPLAINED | ICC: রাজস্বের সিংহভাগই ভারতের পকেটে, দ্বিগুণ পেয়েও কেন কাঁদছে পাকিস্তান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/07/19/430166-icc-new-financial-distribut.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩-২৭ অর্থবর্ষের জন্য আইসিসি তাদের নতুন যে আর্থিক বণ্টন মডেল (ICC's new Financial Distribution Model 2023-27) সামনে এনেছে, সেখানে দেখা যাচ্ছে যে, মোট ৬০০ মিলিয়ন ডলার পুলের মধ্যে থেকে, আইসিসি-র রাজস্বের সিংহভাগই ঢুকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পকেটে। শতকরার হিসেবে দেখলে প্রায় ৩৮.৪ শতাংশ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পাবে ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। পাকিস্তান পাবে ৫.৭৫ শতাংশ। হিসেব মতো যা গতবারের তুলনায় দ্বিগুণ। তবে পাক ক্রিকেট বোর্ড (PCB) আইসিসি-র এই বণ্টনের প্রতিবাদ করেছে। তাদের ভাগে কম পড়েছে! এই মর্মেই ওয়াঘারে ওপারের ক্রিকেটীয় দেশ কান্নাকাটি শুরু করেছে। বিবৃতি দিয়েই ক্ষোভপ্রকাশ করেছে পিসিবি।
আরও পড়ুন: Rohit Sharma: বাতাসে ছিল দলে বদলের গন্ধ, এবার খোদ অধিনায়ক দিলেন সিলমোহর!
পাকিস্তান বোর্ড বিবৃতিতে লিখেছে, 'পিসিবি তার সাংবিধানিক অধিকারে আওয়তার মধ্যে থেকেই, গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি-র সঙ্গে বৈঠকের মাধ্যমে নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছে, যাতে যে-যে খাতে যতটা প্রয়োজন, সেখানে ঠিক ততটুকুই দেওয়া যায়। এর জন্য তারা যেখান থেকে যতটুকু তথ্য সাহায্য পাওয়া যায়, তার জন্য কার্পণ্য করেনি। চবে যথেষ্ট তথ্যের অভাব থাকায় পিসিবি মনে করেছে, যে দ্রুততায় এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।' অতীতের থেকে যে পিসিবি দ্বিগুণ রাজস্ব পাচ্ছে, সেটাও তারা স্বাগত জানায়নি।' পিসিবি আরও জানিয়েছে, 'অবশেষে, বেশিরভাগ সদস্যই বিষয়টিকে স্থগিত করা সম্ভবপর বলে মনে করেন এবং মডেলটি পাস করানোর পক্ষে তারা ভোট দিয়েছে। পিসিবি ভিন্নমতই পোষণ করছে। বাড়িত রাজস্বের পেলে পাকিস্তান ক্রিকেটীয় উন্নতির ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করতে পারত এবং নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তা উপকারী হত।'
অন্যদিকে দীর্ঘ টালবাহানর পর এশিয়া কাপের ভেন্য়ু ও দিনক্ষণ চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তেইশের এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। পিসিবি জানিয়েছে যে, চলতি সপ্তাহে হাইব্রিড মডেলের সূচির ঘোষণা করবে তারা।
আরও পড়ুন: England Lionesses: ১৯৯ ঘরের সেই হোটেল, কাপযুদ্ধের সময়ে থাাকবেন ইংল্যান্ডের মেয়েরা, তবে রাত হলেই...!