এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন সাইনা-প্রণয়
শুক্রবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত ছিটকে গেলেও সেমিফাইনালে ওঠা সাইনা এবং প্রণয়কে ঘিরে আশা ছিল। কিন্তু শনিবার হতাশ করলেন দুই ভারতীয় শাটলারই।
নিজস্ব প্রতিবেদন : এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেই ভারতের দৌড় শেষ। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল দুই ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়কে।
আরও পড়ুন- আফগান লিগে খেলার অনুমতি দেবে বিসিসিআই ?
শুক্রবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত ছিটকে গেলেও সেমিফাইনালে ওঠা সাইনা এবং প্রণয়কে ঘিরে আশা ছিল। কিন্তু শনিবার হতাশ করলেন দুই ভারতীয় শাটলারই।
আরও পড়ুন- পিএসজি ছাড়ছেন এমেরি, নতুন কোচ ওয়েঙ্গার ?
পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে চিনের চেন লং-র কাছে হারলেন এইচএস প্রণয়। অলিম্পিক চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের তৃতীয় বাছাই চেন স্ট্রেট গেমে হারালেন বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা প্রণয়। খেলার ফল ২১-১৬, ২১-১৮।
#Badminton Asia Championships men's singles semifinal:H. S. Prannoy(WR 10) lost to Chen Long(WR 3, CHN).
Score:16-21,18-21 pic.twitter.com/QhpcGkCq9p— Olympic Press (@OlympicPressOrg) April 28, 2018
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে শেষ চারের লড়াইয়ে সাইনা হারলেন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় তাইওয়ানের তাই সু ইংয়ের কাছে। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও ২৫-২৭ ফলে হারেন। আর দ্বিতীয় গেমে ২১-১৮ তে জিতে নেন তাই সু।
#Badminton Asia Championships women's singles semifinal:Saina Nehwal(WR 12) lost to Tai Tzu Ying(WR 2, TPE).
Score:25-27,19-21 pic.twitter.com/zflsnlpOYu— Olympic Press (@OlympicPressOrg) April 28, 2018