IND vs PAK, Asia Cup 2023: কবে এশিয়া কাপের 'মাদার অফ অল ব্যাটল'? চলে এল বড় আপডেট

৩১ অগাস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা চলছে। মোট ৬ টি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে৷ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে শ্রীলঙ্কা খেতাব জিতেছিল। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 4, 2023, 07:11 PM IST
IND vs PAK, Asia Cup 2023: কবে এশিয়া কাপের 'মাদার অফ অল ব্যাটল'? চলে এল বড় আপডেট
ফের একবার বাইশ গজের যুদ্ধে 'মাদার অফ ব্যাটল'-এর অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। নিখাদ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হল, এশিয়ার সেরা হওয়ার এই লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে তিনবার দেখা হতে পারে। এছাড়া ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে 'মাদার অফ অল ব্যাটল' আয়োজন হওয়া বাকি আছে। তবে এশিয়া কাপের সূচি এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। তবে অংশগ্রহণকারী সব দলকেই সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, ৩ সেপ্টেম্বর ডাম্বুলা স্টেডিয়ামের বাইশ গজে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দল মুখোমুখি হতে পারে। 

৩১ অগাস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা চলছে। মোট ৬ টি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে৷ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে শ্রীলঙ্কা খেতাব জিতেছিল। 

আরও পড়ুন: Emiliano Martinez In Kolkata: এমিলিয়ানোর অনুষ্ঠানে মারাত্মক বিভ্রাট! বিতর্ক বাড়িয়ে জ্বলজ্বল করছে এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গলের পুরনো লোগো

আরও পড়ুন: Emiliano Martinez In Kolkata: লোগো বিভ্রাটের পর চরম বিশৃঙ্খলা! ভাঙল মার্টিনেজের গাড়ি! ফিরলেন পুলিসের ভ্যানে

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, "হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজন করা হবে। সেইজন্য সূচির কিছু বদল করা হয়েছে। শুরুতে যে শিডিউল হয়েছে তা সব দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবের কারণে কলম্বোতে ম্যাচ আয়োজনে বাধা তৈরি হতে পারে। সেইজন্য এই মেগা ম্যাচ ডাম্বুলা স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে।" 

ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই ভ্যেনু উপযুক্ত৷ কিন্তু বৃষ্টি বড় বাধা হতে পারে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, মেগা ম্যাচের ভ্যেনু হতে পারে ডাম্বুলা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.