IND vs PAK, Asia Cup 2023: ২ সেপ্টেম্বর রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল', ফাইনাল ১৭ সেপ্টেম্বর, চলে এল বড় আপডেট
এবারের এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। এরমধ্যে ৯টি ম্যাচ আয়োজন করবে শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। সীমান্ত সমস্যা ও রাজনৈতিক টানাপোড়েনের জন্য পাকিস্তানের মাটিতে পা রাখছে না ভারতীয় দল। তাই এবার হাইব্রিড মডেল অনুসারে আয়োজিত হবে এশিয়া কাপ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![IND vs PAK, Asia Cup 2023: ২ সেপ্টেম্বর রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল', ফাইনাল ১৭ সেপ্টেম্বর, চলে এল বড় আপডেট IND vs PAK, Asia Cup 2023: ২ সেপ্টেম্বর রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল', ফাইনাল ১৭ সেপ্টেম্বর, চলে এল বড় আপডেট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/07/19/430220-10.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই বুধবার অর্থাৎ ১৯ জুলাই, সন্ধের দিকে বহু প্রতীক্ষিত এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি প্রকাশিত হল। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার (Sri Lanka) ক্যান্ডি স্টেডিয়ামের বাইশ গজে আয়জিত হবে 'মাদার অফ অল ব্যাটল'। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ৩০ অগস্টের এই ম্যাচ হবে মুলতানে। ফাইনাল খেলা হবে ১৭ অগস্ট। পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে প্রতিযোগিতার চারটি ম্যাচ। তবে ঘরের মাঠে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাবর আজমরা।
আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দলের ডুয়েল দেখা যাবে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে ৩০ অগস্ট পাকিস্তানের মুলতানে। সেই ম্যাচে মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) বিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নেপাল। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে আয়োজিত হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল। ভারত ফাইনালে উঠবে ধরেই ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।
এবারের এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। এরমধ্যে ৯টি ম্যাচ আয়োজন করবে শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। সীমান্ত সমস্যা ও রাজনৈতিক টানাপোড়েনের জন্য পাকিস্তানের মাটিতে পা রাখছে না ভারতীয় দল। তাই এবার হাইব্রিড মডেল অনুসারে আয়োজিত হবে এশিয়া কাপ।
— Jay Shah (@JayShah) July 19, 2023
২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিট থেকে। দু’টি গ্রুপে তিনটি করে মোট ছ’টি দল রয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
প্রথমে গ্রুপের দলগুলি একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল সুপার ফোর-এ যাবে। সেখানে আবার একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু’দল ফাইনালে উঠবে।
গত বার এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালেও সুপার ফোর-এর ম্যাচে প্রতিবেশী দেশের কাছে হারতে হয়েছিল রোহিতদের। এরপর শ্রীলঙ্কার কাছেও হারে ভারত। ফলে ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতীয় দল এশিয়ার সেরা হতে পারে কিনা সেটাই দেখার।