ইনচিওনে শ্যুটারদের হাত ধরে এল দ্বিতীয় রুপো, সাঁতারে ২৪ বছর পর ব্রোঞ্জ
ইনচিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় রুপো জিতল ভারত। পুরুষদের পঁচিশ মিটার সেন্টার ফায়ার পিস্তলে দলগত বিভাগে রুপো জিতলেন পেম্বা তামাং, গুরপ্রীত সিং ও বিজয় কুমার । এবারের এশিয়ান গেমসে এটা ভারতের দ্বিতীয় রুপো। দলগত বিভাগে সাফল্যে পেলেও ব্যাক্তিগত বিভাগে ব্যর্থ বিজয় কুমাররা। পেম্বা তামাং অষ্টম, গুরপ্রীত নবম ও বিজয় কুমার বারো নম্বর স্থানে শেষ করেন।
ইনচিওন: ইনচিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় রুপো জিতল ভারত। পুরুষদের পঁচিশ মিটার সেন্টার ফায়ার পিস্তলে দলগত বিভাগে রুপো জিতলেন পেম্বা তামাং, গুরপ্রীত সিং ও বিজয় কুমার । এবারের এশিয়ান গেমসে এটা ভারতের দ্বিতীয় রুপো। দলগত বিভাগে সাফল্যে পেলেও ব্যাক্তিগত বিভাগে ব্যর্থ বিজয় কুমাররা। পেম্বা তামাং অষ্টম, গুরপ্রীত নবম ও বিজয় কুমার বারো নম্বর স্থানে শেষ করেন।
এশিয়াডে সাঁতারে চব্বিশ বছরের পদক খরা মেটালেন ভারতের সন্দীপ সেজওয়াল। পঞ্চাশ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের এই সাঁতারু। আঠাশ দশমিক দুই ছয় সেকেন্ড সময় করেন সন্দীপ। চব্বিশ বছর আগে এশিয়াডে পঞ্চাশ মিটার বাটারফ্লাই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বীরধাওয়াল খড়ে। তাঁর আগে উনিশো ছিয়াশি সালে দুশো মিটার বাটারফ্লাই ইভেন্টে রুপো জিতেছিলেন খাজান সিং।
এশিয়ান গেমসে ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়দের স্বপ্নের দৌড় চলছেই। এশিয়াডে ভারতের জন্য আরও একটি পদক পাকা করে ফেললেন ভারতীয় মহিলারা। দলগত বিভাগে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে দুই-শূন্য ফলে হারিয়ে ফাইনালে দীপিকা পাল্লিকাল ও জোশনা চিনাপ্পা। এর আগে ব্যক্তিগত বিভাগে ভারতের জন্য রুপো জিতেছিলেন সৌরভ ঘোষাল। মহিলাদের বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন দীপিকা।
এশিয়ান গেমসে চিনের কাছে হারের পর ঘুরে দাঁড়াল মহিলা হকি দল। পুল-এর ম্যাচে মালয়েশিয়াকে ছয়-এক গোলে হারিয়ে সেমিফাইনালে পৌছলেন ঋতু রানিরা। এর আগের ম্যাচে চিনের কাছে এক-দুই গোলে হারতে হয়েছিল ভারতকে। সেমিফাইনালে গতবারের রুপো জয়ী কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ করলেন ভারতীয় মহিলারা।
এশিয়াড টেনিসে এগোচ্ছেন ভারতীয়রা। কোয়ার্টার ফাইনালে পৌছলেন সনম সিং এবং ইউকি ভামরি। সিঙ্গলস বিভাগে প্রি-কেয়ার্টারে কোরিয়ার হেয়ন চাংকে স্ট্রেট সেটে হারিয়ে দেন সনম। কোয়ার্টার ফাইনালে জিতলেই ব্রোঞ্জ পাকা করে ফেলবেন তিনি। অন্য ম্যাচে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করেন ইউকি ভামরি। তবে মহিলাদের সিঙ্গলসে হেরে এশিয়াড থেকে বিদায় নিয়েছেন অঙ্কিতা রায়না। এদিকে মিক্সড ডবলস বিভাগে উজবেকিস্তানকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌছল সানিয়া মির্জা-সাকেত মাইনেনি জুটি।
এশিয়াডের সপ্তম দিন বক্সিংয়ে ভারতের মিশ্র ফলাফল। নিজেদের বাউট জিতে কোয়ার্টার ফাইনালে শিবা থাপা, কুলদীপ সিং। পাকিস্তানের প্রতিপক্ষ চোটের জন্য বাউট ছেড়ে বেড়িয়ে গেলে জয়ী হন শিবা। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটে কুলদীপ সিং। কিন্তু ফিলিপিন্সের প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন অখিল কুমার।
এশিয়াড তিরন্দাজির সেমিফাইনালে হেরে গেল ভারতীয় মহিলা দল। রিকার্ভ বিভাগে কোরিয়ার বিরুদ্ধে হেরে যান দীপিকা কুমারি, বোম্বেলা দেবী, লক্ষ্মীরানি মাঝি । উজবেকিস্তানের দলের বিরুদ্ধে সহজ জয় পেয়ে শেষ চারে জায়গা পাকা করেছিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। কিন্তু সেমিফাইনালে কোরিয়ার বিরুদ্ধে শূন্য-ছয় গেমে হেরে যান দীপিকারা। রবিবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের মুখোমুখি ভারত। হংকংয়ের কাছে হেরে আগেই ছিটকে গিয়েছে পুরুষ দল।
এশিয়ান গেমসে সাইনা নেহওয়াল, পারুপাল্লি কাশ্যপের পদক জয়ের সম্ভাবনা শেষ। প্রথম গেম জিতলেও চিনের প্রতিপক্ষের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে যান সাইনা। 21-18 9-21 7-21 ফলে হেরে যান ভারতের এই শাটলার। পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার লি চংয়ের বিরুদ্ধে কোনও লড়াই তুলে ধরতে না পেরে হেরে যান পারুপাল্লি কাশ্যপ। মাত্র সতেরো মিনিটের মধ্যেই শূন্য-দুই গেমে হেরে বিদায় নেন তিনি।