সুপার কাপের মূলপর্বে এটিকে
ম্যাচের শুরুতে ফ্লাডলাইট বিভ্রাটে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। আলো জ্বলতেই জ্বলে উঠল রবি কিনের এটিকে।
নিজস্ব প্রতিবেদন : দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে আই লিগের ক্লাব চেন্নাই সিটি এফসিকে হারিয়ে সুপার কাপের মূল পর্বে পৌঁছে গেল। চেন্নাইকে ৪-১ গোলে হারাল কলকাতার দলটি।
সুপার কাপের যোগ্যতা পর্বের শেষ ম্যাচে শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এটিকে এবং চেন্নাই সিটি এফসি। ম্যাচের শুরুতে ফ্লাডলাইট বিভ্রাটে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। আলো জ্বলতেই জ্বলে উঠল রবি কিনের এটিকে। ৩৭ মিনিটে হিতেশ শর্মার গোলে এগিয়ে গেলেও বিরতির আগেই জোয়াকিমের গোলে সমতায় ফেরে চেন্নাই সিটি।
আরও পড়ুন- ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে সুনীলরা
কিন্তু দ্বিতীয়ার্ধে এটিকের সামনে আর দাঁড়াতে পারল না চেন্নাই। ৫৮ মিনিটে জেকিনহার গোলে ব্যবধান বাড়ায় এটিকে। ৭৬ মিনিটে আশুতোষ মেহেতার গোলে স্কোরলাইন ৩-১। ৮৪ মিনিটে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রবি কিন। চেন্নাই সিটিকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপের মূলপর্বে পৌঁছে গেল এটিকে। তেসরা এপ্রিল সুপার কাপের প্রি কোয়ার্টার ফাইনালে এটিকের সামনে এফসি গোয়া।
It's a wrap for the #HeroSuperCup qualifiers after @WorldATK book the last pre-quarter final spot with a convincing win over Chennai City FC!#HeroSuperCup #ATKvCCFC pic.twitter.com/vyskXR6P5N
— Indian Super League (@IndSuperLeague) March 16, 2018