UCL 2018-19: চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদে খেলতে এসে হেরে গেল রোনাল্ডোর জুভেন্তাস
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য হাতছাড়া করে জুভেন্তাস।
নিজস্ব প্রতিবেদন : রন মাদ্রিদে ফিরে এলেও সেটা সুখের হল না। চ্যাম্পিয়ন্স লিগের মতো পয়া টুর্নামেন্টে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে। ঘরের মাঠে ২-০ গোলে জুভেন্তাসকে হারাল দিয়েগো সিমিওনের দল।
José María Giménez & Diego Godín become the 1st Uruguayans in history to score for the same team in a single #UCL game! pic.twitter.com/2HwxDvvq9z
— UEFA Champions League (@ChampionsLeague) February 20, 2019
বুধবার মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিতানোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও জুভেন্তাস। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য হাতছাড়া করে জুভেন্তাস। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে গ্রিজম্যানরা। প্রথমার্ধ শেষে ম্যাচের ফল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে জুভেন্তাস রক্ষণে আক্রমণ শানাতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭০ মিনিটে অ্যাটলেটিকোর আলভারো মোরাতার গোল বাতিল করা হয় ভিএআরের সাহায্য নিয়ে। হেড করার আগের মুহূর্তে তিনি ডিফেন্ডার জর্জ কিয়েলিনিকে ধাক্কা দেন, রেফারি ভিআরএর সাহায্যে ফাউল দেন এবং গোল বাতিল করেন।
90'+4' Finisce qui #AtletiJuve. Vince l'@Atleti, ma ci sono ancora 90 minuti da combattere, per continuare la nostra avventura. #FinoAllaFine #UCL pic.twitter.com/xC5AON5Igl
— JuventusFC (@juventusfc) February 20, 2019
অবশেষে ৭৮ মিনিটে গোলের দেখা মিলল। হোসে মারিয়া হিমেনেস এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো গোডিন। শেষ দিকে একটি অ্যাওয়ে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সুবর্ন সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন। দুই উরুগুয়ে তারকার গোলে জয় ছিনিয়ে নিল দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ০-২ গোলে হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার আশায় ১২ মার্চ ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন - শুধু ক্রিকেট নয়, সব খেলায় পাকিস্তানকে বয়কট করুক ভারত, স্টেপ আউট সৌরভের