Axar Patel-Harshal Patel: সিরিজ জিতে পদবির জয়গান দুই প্যাটেলের মুখে!
ইডেনে মজার ছলে দুই গুজরাটি এবং দুই প্যাটেল একে-অপরের সাক্ষাৎকার নেন।
![Axar Patel-Harshal Patel: সিরিজ জিতে পদবির জয়গান দুই প্যাটেলের মুখে! Axar Patel-Harshal Patel: সিরিজ জিতে পদবির জয়গান দুই প্যাটেলের মুখে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/22/354940-akshar-patel-and-harshal-patel.jpg)
নিজস্ব প্রতিবেদন: সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ (৩-০) করেছে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) দলের দাপুটে জয়ের নেপথ্যে রয়েছেন দুই বোলার। একজন স্পিনার ও অন্যজন পেসার। কথা হচ্ছে অক্ষর প্যাটেল (Axar Patel) ও হর্ষল প্যাটেলকে (Harshal Patel) নিয়ে।
রবিবার কলকাতায় টি-২০ সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্য়াচে অক্ষর জিতে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। মাত্র ৩ ওভার বল করে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন গুজরাটের বাঁ-হাতি স্পিনার। বল হাতে ম্যাচের রং বদলে দেন অক্ষর। ইডেনে গার্ডেন্সে জোড়া উইকেট নিয়েছেন হর্ষল। তিনিও ৩ ওভার বল করেছেন। দিয়েছেন ২৬ রান। হর্ষল রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক করেছিলেন দেশের জার্সিতে। সেদিন ৪ ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নেন জোড়া উইকেট। হয়েছিলেন ম্যাচের সেরাও।
(@BCCI) November 22, 2021
আরও পড়ুন: T20: ওয়াইটওয়াশ নিউজিল্যান্ড, ধোনি জমানার 'মিডাস টাচ' ফিরল রোহিত-দ্রাবিড় যুগে?
নিউজিল্যান্ডকে চুনকাম করার পর ইডেনে মজার ছলে দুই গুজরাটি এবং দুই প্যাটেল একে-অপরের সাক্ষাৎকার নেন। বিসিসিআই সেই ভিডিও নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। সেখানে অক্ষর-হর্ষল দু'জনেই দু'জনের ভূয়সী প্রশংসা করেন। অক্ষর থেকে হর্ষলের থেকে জানতে চেয়েছিলেন যে, তিনি কি কিছু নিয়েই ফিরবেন, সেটা কি আগে থেকেই ভেবে রেখেছিলেন? উত্তরে হর্ষল হাসতে হাসতে বলেন, "এসেছি যখন বউনি করেই যাব"। অক্ষর বলেন, "যা মনে হচ্ছে প্যাটেলরাই সব জিতছে।" দুরন্ত জয় দিয়েই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে পথ চলা শুরু করেছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে রোহিত পূর্ণ দায়িত্ব প্রাপ্ত টি-২০ অধিনায়ক হিসাবে নিজের ছাপ রাখলেন। হলেন সিরিজের সেরাও। দ্রাবিড়-রোহিত যুগের সূচনায় মোহিত ফ্যানেরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)