CWG 2022: কমনওয়েলথে ফের বাঙালির পদক জয়, স্কোয়াশে ব্রোঞ্জ সৌরভ ঘোষালের
জুডোতেও ফের পদক এল ভারতের ঘরে। বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন নিখাত জারি।
![CWG 2022: কমনওয়েলথে ফের বাঙালির পদক জয়, স্কোয়াশে ব্রোঞ্জ সৌরভ ঘোষালের CWG 2022: কমনওয়েলথে ফের বাঙালির পদক জয়, স্কোয়াশে ব্রোঞ্জ সৌরভ ঘোষালের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/08/04/384321-aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসে ফের বাঙালির পদক জয়! পুরুষদের সিঙ্গল স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। জুডোতে তুলিকা মানের হাত ধরে এল রুপো। বক্সিংয়ের পদক নিশ্চিত করে ফেললেন নিখাত জারি। ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন তিনি।
এবারের কমনওয়েলথ গেমসে দ্বিতীয় বাঙালি হিসেবে পদ জিতলেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গল স্কোয়াশে তৃতীয় স্থানের লড়াইয়ে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে দিলেন তিনি। জিতে নিলেন ব্রোঞ্জ। ম্যাচের ফল ১১-৬, ১১-১, ১১-৪। এর আগে, ভারোত্তোলনের ৭৩ কেজি পদক জিতেছেন বঙ্গ তনয় অচিন্ত্য শিউলি। তিনি অবশ্য সোনা পেয়েছেন। চলতি কমনওয়েলথ গেমসে অচিন্ত্যের পর দ্বিতীয় বাঙালি হিসেবে পদক জয়ের নজির গড়লেন সৌরভ।
আরও পড়ুন: BCCI: ভারতে আসছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা! সূচি ঘোষণা করে দিল বিসিসিআই
জুডোতেও ফের পদক এল ভারতের ঘরে। ৭৮ কেজি বিভাগের ফাইনালে উঠলেন তুলিকা মান। ফলে পদক জয় নিশ্চিতই ছিল। কিন্তু রপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ফাইনালে স্কটল্যান্ডের সারা অ্যাডলিংটনের কাছে হেরে গেলেন তুলিকা।