BAN vs PAK, Babar Azam: আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় এবার বোলার বাবর! রইল ভিডিও
এখনও ২২৪ রানে পিছিয়ে মোমিনুল হক অ্যান্ড কোং।
নিজস্ব প্রতিবেদন: তিনি সাদা বলের ক্রিকেটের দুই ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার। টেস্টে ব্যাটারদের তালিকায় তাঁর ক্রমতালিকা আট। কথা হচ্ছে শেষ কয়েক বছর আন্তর্জাতিক আঙিনায় ব্যাট হাতে দাপানো বাবর আজমকে (Babar Azam) নিয়ে। এবার বাবর বোলারের ভূমিকায় উত্তীর্ণ হলেন বাংলাদেশের বিরুদ্ধে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের চতুর্থ দিনে। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোলার বাবরকে দেখে মোহিত বাইশ গজ।
ডান হাতি অফ-স্পিনার মঙ্গলবার এক ওভার হাত ঘুরিয়ে বাবর এক রান দিয়েছেন। বাবরের বলে তাইজুল ইসলাম প্রথম স্লিপে ক্যাচ-আউট হয়ে যাচ্ছিলেন! কিন্তু বল সেভাবে ক্যারি না করায় উইকেট পাননি বাবর। তবে বোলার বাবর কিন্তু বাইশ গজে নতুন নন। বাবর ৭২টি প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। ১৪৭টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। ২০৫টি টি-২০ ম্যাচে পেয়েছেন ৪টি উইকেট।
আরও পড়ুন: Ashes 2021-22: ১২ জনের দল ঘোষণা ইংল্যান্ডের! নেই Anderson-Bairstow! কিন্তু কেন?
Babar Azam with ball.
First time in his international career.#PakvsBan pic.twitter.com/mqqo3MB3Lj(@shahidayoub_) December 7, 2021
টি-২০ বিশ্বকাপে দুরন্ত ক্রিকেট উপহার দেওয়া পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশে সফররত। তিন ম্যাচের টি-২০ সিরিজে মাহমুদুল্লাহর বাংলাদেশকে হোয়াইওয়াশ করার পর দুই দল এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্টে বাবররা ৮ উইকেটে জিতেছে। দ্বিতীয় টেস্টে চলছে। পাকিস্তান টস জিতে প্রথমে ব্য়াট করে। চার উইকেট হারিয়ে ৩০০ রান তুলে বাবররা ইনিংস ডিক্লেয়ার করে। সেই রানের জবাবে বাংলাদেশ ৭৬ রানে ৭ উইকেট হারিয়েছে চতুর্থ দিনের শেষে। এখনও ২২৪ রানে পিছিয়ে মোমিনুল হক অ্যান্ড কোং।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)