আজ ভারতকে কিছুতেই হারাতে পারবে না বাংলাদেশ, যুক্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা!
আজকে থেকেই জোর কদমে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দেশের মাঠে ভারতকে হারাবেন বলে মাঝে-মাঝেই হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ। তাঁদের অধিনায়ক মাশরাফি মোর্তাজা বলে দিচ্ছেন, মুস্তাফিজুর রহমানকে নাকি সামলাতে পারেবন না ভারতীয় ব্যাটসম্যানরা।
![আজ ভারতকে কিছুতেই হারাতে পারবে না বাংলাদেশ, যুক্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা! আজ ভারতকে কিছুতেই হারাতে পারবে না বাংলাদেশ, যুক্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/24/50361-bangladeshindia.jpg)
ওয়েব ডেস্ক: আজকে থেকেই জোর কদমে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দেশের মাঠে ভারতকে হারাবেন বলে মাঝে-মাঝেই হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ। তাঁদের অধিনায়ক মাশরাফি মোর্তাজা বলে দিচ্ছেন, মুস্তাফিজুর রহমানকে নাকি সামলাতে পারেবন না ভারতীয় ব্যাটসম্যানরা।
সে তো গেল মুখোমুখি লড়াইয়ের গল্প। কিন্তু ভারতীয়রা বিশ্বাস করেন আজকের দিনে কোনওমতেই হারানো যাবে না ভারতকে। কেন? কারণ, খুব সহজ। আজকের দিনে ক্রিকেটের ঈশ্বর মানে সচিন তেন্ডুলকর এমন একটা কাণ্ড ঘটিয়ে ছিলেন যা, তাঁর আগে কেউ করতে পারেননি। হ্যাঁ, একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটা সচিন করেছিলেন আজকের দিনেই। অর্থাত্ ২৪ ফেব্রুয়ারি ২০১০ সালে। বিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সচিন ২০০ করতে নিয়েছিলেন মাত্র ১৪৭ বল।
পরে অবশ্য সচিন ছাড়াও অনেকেই করেছেন ডাবল সেঞ্চুরি। সেহবাগদের টপকে, রোহিত শর্মাই একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিক। কিন্তু, সচিনই যে শুরু করেছিলেন। আর এটাই আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মূল যুক্তি। ক্রিকেট ঈশ্বরের এমন গর্বের দিনে তাঁর দেশকে হারায় কে? তাও আবার বাংলাদেশ! না, কোনও সুযোগই নাকি নেই।