প্রয়াত চুনী গোস্বামী; শোকবার্তা AIFF, AFC, BCCI-এর
শুধু ফুটবলার হিসেবে নয়,যথেষ্ট সুনামের সঙ্গে ক্রিকেটও খেলেছেন চুনী গোস্বামী।
নিজস্ব প্রতিবেদন: ভারতের অন্যতম সেরা ফুটবলার ও বহুমুখী প্রতিভার অধিকারী চুনী গোস্বামী বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ এমনকী মারডেকা কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই জাকার্তা এশিয়ান গেমসে ১৯৬২ সালে সোনা জেতে ভারত। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার পান চুনী গোস্বামী।
চুনী গোস্বামীর প্রয়াণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
AIFF condoles Subimal (Chuni) Goswami’s death
Read here https://t.co/zMwC2WfYFX#IndianFootball pic.twitter.com/QaeL3wskQy
— Indian Football Team (@IndianFootball) April 30, 2020
তাঁর আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন AIFF সভাপতি প্রফুল প্যাটেল।
Another legendary Indian Footballer and a fine first class cricketer has left us today. Rest in eternal peace Shri. Chuni Goswami. My heartfelt condolences to his bereaved family.#ChuniGoswami #RIPLegend #IndianFootball @IndianFootball pic.twitter.com/UT70VJsfBj
— Praful Patel (@praful_patel) April 30, 2020
RIP Chuni Goswami
The 1962 Asian Games gold-medalist Captain of the @IndianFootball team, Chuni Goswami passed away after a prolonged illness at the age of 82 today.
We extend our condolences to his family and fans #RIP #ChuniGoswami #IndianFootball pic.twitter.com/2yjAkDTZ9p
— AFC (@theafcdotcom) April 30, 2020
চুনী গোস্বামী প্রয়াণে শোক জ্ঞাপন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি)।
BCCI mourns the death of Subimal ‘Chuni’ Goswami, an all-rounder in the truest sense. He captained the Indian national football team & led to them to gold in the 1962 Asian Games. He later played first-class cricket for Bengal & guided them to the final of Ranji Trophy in 1971-72 pic.twitter.com/WgXhpoyLaB
— BCCI (@BCCI) April 30, 2020
শুধু ফুটবলার হিসেবে নয়,যথেষ্ট সুনামের সঙ্গে ক্রিকেটও খেলেছেন চুনী গোস্বামী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে BCCI। বিসিসিআই শ্রদ্ধা জানিয়ে লিখেছে, "সুবিমল চুনী গোস্বামীর প্রয়াণে শোকাহত বিসিসিআই।"
আরও পড়ুন - চুনী গোস্বামীর প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর