ধোনি, কোহলি, রাহানেরা পাবেন বছরে ২ কোটি

ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা বিসিসিআই। গ্রেড অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে বার্ষিক আর্থিক চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, এই তিনা ভাগেই ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। আর সেই মতই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক নজরে দেখে নিন কারা আছেন কোন গ্রেডে, তাঁদের বার্ষিক 'বেতন'ই বা কত?

Updated By: Mar 23, 2017, 10:58 AM IST
ধোনি, কোহলি, রাহানেরা পাবেন বছরে ২ কোটি

ওয়েব ডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা বিসিসিআই। গ্রেড অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে বার্ষিক আর্থিক চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, এই তিনা ভাগেই ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। আর সেই মতই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক নজরে দেখে নিন কারা আছেন কোন গ্রেডে, তাঁদের বার্ষিক 'বেতন'ই বা কত?

গ্রেড 'এ' (বার্ষিক ২ কোটি) 
বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্কে রাহানে, চিতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়

গ্রেড 'বি' (বার্ষিক ১ কোটি)
রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, বুমরা, যুবরাজ সিং 

গ্রেড 'সি' 
শিখর ধাওয়ান, রায়ডু, অমিত মিশ্রা, মনীষ পাণ্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, হার্দিক, নেহেরা, কেদার যাদব, চাহাল,পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব, মনদ্বীপ, শর্দুল এবং ঋষভ 

 

.