আচমকা অবসর নেওয়া ধোনিকে সম্মান জানাতে ফেয়ারওয়েল ম্যাচের ভাবনা সৌরভের বোর্ডের

বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, "আমি যতদিন পদে আছি ততদিন ভারতীয় ক্রিকেটে যাঁদের সম্মান পাওয়ার তাঁরা প্রাপ্য সম্মান পাবেন। সেদিকে আমার নজর থাকবে।"

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 21, 2020, 05:36 PM IST
আচমকা অবসর নেওয়া ধোনিকে সম্মান জানাতে ফেয়ারওয়েল ম্যাচের ভাবনা সৌরভের বোর্ডের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রস্তুত ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বোর্ড চাইছে ধোনির বিদায়কে স্মরণীয় করে রাখতে। মাহির জন্য বিদায়ী ম্যাচের পরিকল্পনা করতে চায় বিসিসিআই।

এ প্রসঙ্গে এক বোর্ড কর্তা জানান, "আমরা ধোনির সঙ্গে আইপিএল-এর মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছে জানতে চাইব শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা ম্যাচ খেলবে!" তবে ধোনি চান বা না চান ওর মতো ক্রিকেটারের জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করতে অবশ্যই বড়সড় প্রস্তুতি নেবে বোর্ড।

বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, "আমি যতদিন পদে আছি ততদিন ভারতীয় ক্রিকেটে যাঁদের সম্মান পাওয়ার তাঁরা প্রাপ্য সম্মান পাবেন। সেদিকে আমার নজর থাকবে।"

তবে একবার অবসর নিয়ে ফেলা ধোনি কি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন? সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। যদি ধোনি রাজি না হন সেক্ষেত্রে বিশেষ কোনও ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বোর্ড।

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটকে চুপিসারে বিদায় জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসরের পর যেন আবেগের সুনামি। ধোনির সাত নম্বর জার্সি সংরক্ষণের দাবি উঠেছে দেশজুড়ে। দাবি উঠেছে ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হোক। রাঁচিতে হোক ধোনির ফেয়ারওয়েল ম্যাচ, বিসিসিআই-কে এমন অনুরোধও করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সাদামাটা বিদায় নয়, ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচের পরিকল্পনা এবার করছে বিসিসিআই, সূত্রের খবর এমনই।

আরও পড়ুন - সচিন, ধোনি, কোহলির ব্যাট সারাই করা আশরাফের কাজ নেই! টাকার অভাবে থমকে চিকিত্সা

.