অন্যায় করে বিসিসিআইয়ের হাত থেকে রেহাই পাবে না শামি, মন্তব্য হাসিন জাহানের
স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত করছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। নির্দোষ প্রমাণিত হলে ফের বোর্ডের চুক্তিতে ফিরতে পারবেন শামি।
নিজস্ব প্রতিবেদন: স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত করছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। নির্দোষ প্রমাণিত হলে ফের বোর্ডের চুক্তিতে ফিরতে পারবেন শামি।
এনিয়ে বলতে গিয়ে আজ শামির স্ত্রী হাসিন জাহান বলেন, ‘কোনও অন্যায় কাজ জন্য বিসিসিআই শামিকে ছেড়ে দেবে বলে মনে করি না। বিসিসিআইয়ের কোনও টিম এসেছে কিনা জানা নেই। তবে আজ আমাকে লালবাজারে ডাকা হয়েছিল। আমার বাবাও আমার সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে তদন্তকারী দলের কথা হয়েছে।’
আরও পড়ুন-মহারাষ্ট্রে নীরব মোদীর ২৫০ একর জমি দখল করে নিল কৃষকরা
উল্লেখ্য, মহম্মদ শামির বিরুদ্ধে এক পাক তরুণীর মাধ্যমে লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন হাসিন জাহান। শুধু তাই নয় ম্যাচ গড়পেটারও অভিযোগ এনেছেন হাসিন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার এনিয়ে বেশ কিছুক্ষণ জেরা করা হয় শামিকে। মঙ্গলবার সেই রিপোর্ট বিসিসিআইয়ের কাছে জমা পড়বে বলে সূত্রের খবর।