বোর্ডের নয়া গ্রেডেশন তালিকা

শনিবার বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ক্রিকেটারদের নতুন গ্রেডেশন তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Updated By: Oct 29, 2011, 04:25 PM IST

শনিবার বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ক্রিকেটারদের নতুন গ্রেডেশন তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সাইত্রিশ জন ক্রিকেটারকে গ্রেডেশনের আওতায় রাখা হয়েছে। বারো জনকে এ গ্রেডে, ছয় জনকে বি-গ্রেড ও উনিশ জনকে সি-গ্রেডে রাখা হয়েছে। বাংলার মনোজ তেওয়ারি ও ঋদ্ধিমান সাহাকে সি গ্রেডে রাখা হয়েছে। এ গ্রেডের ক্রিকেটাররা এক কোটি টাকা পাবেন। বি-গ্রেডের ক্রিকেটারদের পঞ্চাশ লাখ টাকা ও সি গ্রেডের ক্রিকেটারদের পঁচিশ লাখ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর পাশাপাশি ক্রীড়াবিল নিয়ে বোর্ডের আপত্তির বিষয়গুলি ক্রীড়ামন্ত্রীকে জানাবে বলে ঠিক করেছে বিসিসিআই। কোচি এফসি-র সতেরো জন ক্রিকেটারের নিলাম হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ইংল্যান্ডে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে একটি গোপন রিপোর্ট বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের কাছে জমা দিয়েছেন অনিল কুম্বলে।

.