বিতর্কে বক্সিং

লন্ডন অলিম্পিকে ভারতীয় বক্সারদের প্রতি অবিচারে প্রায়শই বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক শুরু হয়েছিল সুমিত সাঙ্গওয়ানকে দিয়ে। তারপর চক্রান্ত করে বিকাশকে হারিয়ে দেওয়া হয়।

Updated By: Aug 10, 2012, 11:43 PM IST

লন্ডন অলিম্পিকে ভারতীয় বক্সারদের প্রতি অবিচারে প্রায়শই বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক শুরু হয়েছিল সুমিত সাঙ্গওয়ানকে দিয়ে। তারপর চক্রান্ত করে বিকাশকে হারিয়ে দেওয়া হয়। বিকাশের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের কাছে আপিল করেছিল ভারতীয় বক্সিং ফেডারেশন। পরে সেই আপিল খারিজ হয়ে যায়ে। তারপর কোর্ট অফ আরবিট্রেশনেও মামলা তুলে কিছুই করে উঠতে পারেনি ফেডারেশন। সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে অবশেষে নিজেদের অকর্মণ্যতা ঢাকতেই সাফাই গাইলেন ভারতের সহকারী শেফ দে মিশন মুরলীধরন রাজা।
কেন ভারতীয় বক্সারদের বিরুদ্ধে অন্যায় হওয়া সত্বেও পিছিয়ে গেল ভারতের বক্সিং ফেডারেশন? ভারতীয় বক্সিং ফেডারেশনের গলদ কোথায়? কেন আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যেতে চায় না? এই প্রশ্নগুলো উঠে আসছে ভারতীয় ক্রীড়ামহলে। কিন্তু কোন উত্তর নেই বক্সিং কর্তাদের কাছে।

.