দর্শকাসন থেকে ছোঁড়া বস্তুর আঘাতে ফুটবলারের মৃত্যু
--------------------------------------------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: দর্শকাসন থেকে ছোঁড়া বস্তুর আঘাতে ক্যামেরুনের এক ফুটবলারের মৃত্যু হল। আলজেরিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে দলের হারের পর চেঞ্জরুমের ঠোকার সময় টিজি ওউজোওউ স্টেডিয়ামের দর্শকাসন থেকে ঢিল জাতীয় কোনও বস্তু ক্যামেরুনের আলবার্ট ইবসের গায়ে এসে পড়ে। সেই বস্তুর আঘাতে মাঠেই যন্ত্রণায় জ্ঞান হারান আলবার্ট। স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ২৪ বছরের ক্যামেরুনের এই ফুটবলারকে মৃত বলে ঘোষণা করা হয়।
অথচ এই ম্যাচে জেএস কাবাইবাই ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এই আলবার্টই। আলবার্টের ক্লাব এই ম্যাচে ১-২ গোলে হেরে যায় ইউএসএম আলগারের কাছে। আলবার্ট এই ম্যাচে ভালই খেলেছিলেন, ম্যাচ হারের পর মাথা নিচু করে খেলা নিয়ে আলোচনা করতে করতে মাঠ ছাড়ছিলেন। তখন মাঠে ইট-পাটকেল পড়ছে, সেটা আলবার্ট ভাল করে দেখতে পায়নি। হঠাত্ই এক ভারী বস্তু আলবার্টের ওপর পড়ে। সেই বস্তুর আঘাতে জীবন যুদ্ধে জোর করে হারিয়ে দেওয়া হল আলবার্টকে। গতবছর আলজেরিয়ান চ্যাম্পিয়নশিপে তিনিই ছিলেন সর্বাধিক গোলদাতা।