লাল হলুদ শঙ্কা এখন চিডির চোট, ভরসার নাম জেদ
মরসুমের দ্বিতীয় ট্রফি থেকে আর মাত্র একটা জয় দূরে ইস্টবেঙ্গল। বুধবার শিল্ড ফাইনালে কলকাতার প্রয়াগ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মরগ্যানের দল। ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাবার ৭২ ঘণ্টার মধ্যেই আরও একটা বড়ম্যাচ। গতবার প্রয়াগকে হারিয়েই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ শিবির। এবারও একই ট্র্যাডিশন অব্যাহত রাখতে মরিয়া মরগ্যান।
মরসুমের দ্বিতীয় ট্রফি থেকে আর মাত্র একটা জয় দূরে ইস্টবেঙ্গল। বুধবার শিল্ড ফাইনালে কলকাতার প্রয়াগ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মরগ্যানের দল। ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাবার ৭২ ঘণ্টার মধ্যেই আরও একটা বড়ম্যাচ। গতবার প্রয়াগকে হারিয়েই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ শিবির। এবারও একই ট্র্যাডিশন অব্যাহত রাখতে মরিয়া মরগ্যান।
ক্রমাগত ম্যাচ খেলেই চলেছে ইস্টবেঙ্গল। তাই শিল্ড ফাইনালের আগে ফুটবলারদের ক্লান্তিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মরগ্যানের সামনে। তার উপর হ্যামস্ট্রিং আর হাঁটুর চোটে প্রয়াগের বিরুদ্ধে অনিশ্চিত চিডি। বুধবার সকালেই ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওযা হবে। চিডি একান্তই খেলতে না পারলে প্রথম একাদশে শুরু করবেন বোরিসিচ।
কালকের ফাইনাল সন্ধ্যা ৭টা থেকে। ম্যাচের প্রতি মুহূর্তের খবর আমাদের ওয়েবসাইটে।