কলম্বো টেস্ট, তৃতীয় দিন: অ্যাডভানটেজ ভারত
কলম্বো টেস্টের তৃতীয় দিনের শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। দিনের শেষে ভারত শ্রীলঙ্কার থেকে ১৫৭ রানে এগিয়ে। এদিন সকালে তিন উইকেটে ১৪০ রান হাতে নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা।
ব্যুরো: কলম্বো টেস্টের তৃতীয় দিনের শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। দিনের শেষে ভারত শ্রীলঙ্কার থেকে ১৫৭ রানে এগিয়ে। এদিন সকালে তিন উইকেটে ১৪০ রান হাতে নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা।
থিরিমান্নে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের একশো সাতাশ রানের জুটি শ্রীলঙ্কাকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেয়। শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউজ শতরান করেন। ম্যাথিউজ আউট হন ১০২ রানে। থিরিমান্নে বাষট্টি রান করেন। এরপর অবশ্য অমিত মিশ্রের বোলিংয়ের দাপটে ম্যাচে ফেরে ভারত। চা পানের বিরতির ঠিক পরেই শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় তিনশো ছয় রানে। ভারতের পক্ষে অমিত মিশ্র তেতাল্লিশ রান দিয়ে চার উইকেট নেন। সাতাশি রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু মুরলি বিজয় ও অজিঙ্কা রাহানে দলকে ধীরে ধীরে ভাল জায়গায় নিয়ে যান। দিনের শেষে ভারতের স্কোর এক উইকেটে সত্তর। বিজয় উনচল্লিশ ও রাহানে আঠাশ রানে ব্যাট করছেন।