কন্ডনের বিস্ফোরক মন্তব্য

আসিফ-বাটদের বেটিং কেলেঙ্কারিতে কারাদণ্ড নিয়ে যখন ক্রিকেটবিশ্ব উত্তাল, তখন নতুন করে বোমা ফাটালেন আইসিসির দুর্নীতি দমন শাখার প্রাক্তন প্রধান পল কন্ডন। তার বিস্ফোরক মন্তব্য, নয়ের দশকে সবকটি দলই কমবেশি জড়িত ছিল গড়াপেটা কেলেঙ্কারিতে।

Updated By: Nov 16, 2011, 09:17 PM IST

আসিফ-বাটদের বেটিং কেলেঙ্কারিতে কারাদণ্ড নিয়ে যখন ক্রিকেটবিশ্ব উত্তাল, তখন নতুন করে বোমা ফাটালেন আইসিসির দুর্নীতি দমন শাখার প্রাক্তন প্রধান পল কন্ডন। তার বিস্ফোরক মন্তব্য, নয়ের দশকে সবকটি দলই কমবেশি জড়িত ছিল গড়াপেটা কেলেঙ্কারিতে। নয়ের দশকে টেস্ট এমনকি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচেও পুরোদমে হয়েছে গড়াপেটা,দাবি কন্ডনের। শুধু তাই নয় তাঁর দাবি,সেইসময় প্রতিটি দেশের ক্রিকেটাররাও সবকিছু জেনেই গড়াপেটায় জড়িয়ে ফেলত নিজেদের। কন্ডন জানিয়েছেন, ক্রিকেটের গড়াপেটা কেলেঙ্কারি শুরু ইংল্যান্ডে। কাউন্টির সানডে লিগে প্রথম শুরু গড়াপেটার। তবে এই গড়াপেটায় কোনও অর্থের যোগাযোগ ছিলনা। নয়ের দশকের শেষদিকে গড়াপেটা কেলেঙ্কারি সবচেয়ে হয়েছে উপমহাদেশে। সবমিলিয়ে কন্ডনের বিতর্কিত মন্তব্যে প্রশ্নের মুখে ধোনি-গ্রেম স্মিথদের পূর্বসূরীরা। যদিও প্রশ্ন উঠতেই পারে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান হিসাবে কন্ডনের  ভূমিকা কি ছিল।

.