Copa America 2019: ইকুয়েডরকে হারিয়ে শেষ আটে চিলি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ মরশুম কাটানোর পর জাতীয় দলের জার্সিতে গোল করেই চলেছেন অ্যালেক্সি স্যাঞ্চেজ।
নিজস্ব প্রতিবেদন : কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত চিলির। ইকুয়েডরকে হারিয়ে কোপার শেষ আট নিশ্চিত করে ফেললগত দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। চিলি জিতল ২-১ গোলে।
90 'FIM DO JOGO
1-2
Baixe o App Oficial da #CopaAmerica e não perca nenhum detalhe: https://t.co/mYYF6r9PXt pic.twitter.com/YED8wTuZIl— Copa América (@CopaAmerica) June 22, 2019
ব্রাজিলের সালভাদরে এদিন ম্যাচের আট মিনিটেই হোসে ফুয়েনসালিদার গোলে এগিয়ে যায় চিলি। ২৬ মিনিটে এনের ভালেন্সিয়া পেনাল্টি থেকে সমতায় ফেরায় ইকুয়েডরকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় চিলি। ৫১ মিনিটে চিলিকে এগিয়ে দেন অ্যালেক্সি স্যাঞ্চেজ।
প্রথম ম্যাচে জাপানকে ৪-০ গোলে হারায় চিলি। সেই ম্যাচেও গোল করেছিলেন স্যাঞ্চেজ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ মরশুম কাটানোর পর জাতীয় দলের জার্সিতে গোল করেই চলেছেন অ্যালেক্সি স্যাঞ্চেজ।
GRUPO C: Chile venceu o Equador e o Uruguai empatou
com o Japão no encerramento da segunda rodada do Grupo C. @CONMEBOL #CopaAmerica pic.twitter.com/xGTlEErPBd— Copa América (@CopaAmerica) June 22, 2019
২০১৫ এবং ২০১৬ সালের কোপা চ্যাম্পিয়ন চিলি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-সি এর শীর্ষে রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় আর ১ পয়েন্ট নিয়ে জাপান রয়েছে তৃতীয় স্থানে। পর পর দুটো ম্যাচে জিতে কোপার কোয়ার্টার ফাইনালে গত দুবারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন - আলো, কম্পিউটারের চেয়েও দ্রুত ধোনি! এমএসডির বিদ্যুত্গতি স্টাম্পিং-এর রহস্য ফাঁস