নতুন মরসুমে শঙ্করেই ভরসা মোহনবাগানের
গোকুলামের বিদেশি হেনরিকেও পরের মরসুমের জন্য ভেবে রেখেছেন বাগান কর্তারা।
![নতুন মরসুমে শঙ্করেই ভরসা মোহনবাগানের নতুন মরসুমে শঙ্করেই ভরসা মোহনবাগানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/26/115196-mb-meeting.jpg)
ওয়েব ডেস্ক : সুপার কাপের আগেই নতুন মরসুমের চিন্তা ভাবনা শুরু করে দিল মোহনবাগান। আগামী মরসুমের দল গঠনের জন্য সোমবারই আলোচনায় বসে পাঁচ সদস্যের কমিটি। সেখানেই ঠিক হয় আগামী মরসুমেও মোহনবাগানের কোচ থাকছেন শঙ্করলাল চক্রবর্তী এবং অর্পন দে।
আরও পড়ুন- এখন 'হ্যাপি ফ্যামিলি' ইস্টবেঙ্গল!
সোমবার সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, উত্তম সাহা, সঞ্জয় ঘোষ এবং সত্যজিত্ চ্যাটার্জিকে নিয়ে তৈরি পাঁচ সদস্যের কোর কমিটি প্রথম আলোচনায় বসে। সোমবারের এই বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্য ক্রম্পটন দত্ত ও শঙ্করলাল চক্রবর্তীকেও আমন্ত্রণ জানানো হয়। দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস পদত্যাগ পত্র প্রত্যাহার না করলেও বাগানের দল তৈরির কোর কমিটিতে রাখা হয়েছে দু'জনকেই।
নতুন মরসুমে পুরোনো দল ধরে রাখতে চেষ্টা করছেন বাগান কর্তারা। দেশীয় ফুটবলাররা যাতে আইএসএলের দলে না চলে যায় তার জন্যও চেষ্টা করা হবে। গোকুলামের বিদেশি হেনরিকেও পরের মরসুমের জন্য ভেবে রেখেছেন বাগান কর্তারা। পাশাপাশি ফিজিক্যাল ট্রেনার গার্সিয়াকে ইস্টবেঙ্গল থেকে ফের মোহনবাগানে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছেন সবুজ-মেরুনের কোর কমিটি।
আরও পড়ুন- কমনওয়েলথে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠাচ্ছে ক্রীড়ামন্ত্রক