করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী ফিফা'র #BeActive প্রচারে কলকাতার দুই প্রধান
ভিডিয়ো বার্তার মাধ্যমে গৃহবন্দি অবস্থায় শরীরকে কীভাবে ফিট রাখতে হবে, তাই সাধারণ মানুষের সামনে তুলে ধরবে বিখ্যাত ক্লাবগুলো।
নিজস্ব প্রতিবেদন: ইউনাইটেড নেশনস(UN)আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশ্বব্যাপী প্রচারে সামিল ভারতের দুই বিখ্যাত ক্লাব- কলকাতার দুই প্রধান-মোহনবাগান আর ইস্টবেঙ্গল।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের ধাক্কায় কোটি কোটি মানুষ এখন গৃহবন্দি। তাদের জন্যই এই প্রচার। গৃহবন্দি অবস্থায় শরীরকে কীভাবে ফিট রাখা যায়? তাই বলা হচ্ছে এই প্রচারে। বিশ্বব্যাপী এই প্রচারে সামিল হয়েছে বিশ্ব ফুটবলে সর্বময় সংস্থা ফিফা।
#BeActive and remain #HealthyAtHome#FIFA #UN #WHO
https://t.co/v4aycRiJ9a pic.twitter.com/3Ph3zVGLvz
— FIFA.com (@FIFAcom) April 6, 2020
#BeActive প্রচারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের মতো ক্লাবগুলোর সঙ্গে প্রচারের মুখ হিসেবে আছে কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান আর ইস্টবেঙ্গল।
ভিডিয়ো বার্তার মাধ্যমে গৃহবন্দি অবস্থায় শরীরকে কীভাবে ফিট রাখতে হবে, তাই সাধারণ মানুষের সামনে তুলে ধরবে বিখ্যাত ক্লাবগুলো। সমর্থকদের কাছে ক্লাবগুলোর বার্তা প্রতিদ্বন্দ্বিতা দূরে সরিয়ে মারণ ভাইরাসকে হারাতে শরীরকে #Be active রাখতে হবে।
আরও পড়ুন - IPL-এ খেলার জন্য কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা! বিস্ফোরক ক্লার্ক