আর মাত্র সাত দিন! বিশ্বকাপের সূচি আপনাদের জন্য, জেনে নিন কবে কবে রয়েছে ভারতের ম্যাচ
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এমন নজির আর কোনও দেশের নেই।
নিজস্ব প্রতিবেদন : আর মাত্র সাত দিন। লোকসভা নির্বাচনের হ্যাং-ওভার কাটতে না কাটতেই ক্রিকেট-বৃত্তে প্রবেশ করবে আপামোর জনতা। ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে বসছে ক্রিকেটের সব থেকে বড় আসর। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এমন নজির আর কোনও দেশের নেই। এবারের বিশ্বকাপে আরও একটি আকর্ষণীয় দিক রয়েছে। টুর্নামেন্ট এবার হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ১০টি দেশ এবার অংশ নেবে। প্রতিটি দলকে গ্রুপপর্বে একে অপরের বিরুদ্ধ খেলতে হবে। লিগপর্বের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি সেমিফাইনালের জন্য থাকবে রিজার্ভ ডে।
আরও পড়ুন- ICC World Cup 2019: ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন জোফ্রা আর্চার!
৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ। ফাইনাল ১৪ জুলাই। ফাইনালের জন্যও রয়েছে রিজার্ভ ডে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫ জুন। বিশ্বকাপের সম্পূর্ণ সূচি আপনাদের জন্য-
৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল, লন্ডন দুপুর ৩টে
৩১ মে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম দুপুর ৩টে
১ জুন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ দুপুর ৩টে
১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল সন্ধ্যে ৬টা
২ জুন বাংলাদেশ-দ. আফ্রিকা ওভাল, লন্ডন দুপুর ৩টে
৩ জুন ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম দুপুর ৩টে
৪ জুন আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ দুপুর ৩টে
৫ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন দুপুর ৩টে
৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ওভাল, লন্ডন সন্ধ্যে ৬টা
৬ জুন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম দুপুর ৩টে
৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল দুপুর ৩টে
৮ জুন বাংলাদেশ-ইংল্যান্ড কার্ডিফ দুপুর ৩টে
৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টনটন সন্ধ্যে ৬টা
৯ জুন ভারত-অস্ট্রেলিয়া ওভাল, লন্ডন দুপুর ৩টে
১০ জুন দ. আফ্রিকা-ও. ইন্ডিজ হ্যাম্পশায়ার বোল,সাউদাম্পটন দুপুর ৩টে
১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল দুপুর ৩টে
১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টনটন দুপুর ৩টে
১৩ জুন ভারত-নিউজিল্যান্ড ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম দুপুর ৩টে
১৪ জুন ইংল্যান্ড-ও. ইন্ডিজ হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন দুপুর ৩টে
১৫ জুন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ওভাল, লন্ডন দুপুর ৩টে
১৫ জুন দ. আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ সন্ধ্যে ৬টা
১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার দুপুর ৩টে
১৭ জুন বাংলাদেশ-ও. ইন্ডিজ টনটন দুপুর ৩টে
১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার দুপুর ৩টে
১৯ জুন নিউজিল্যান্ড-দ. আফ্রিকা এজবাস্টন, বার্মিংহাম দুপুর ৩টে
২০ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম দুপুর ৩টে
২১ জুন শ্রীলঙ্কা-ইংল্যান্ড হেডিংলি-লীডস দুপুর ৩টে
২২ জুন ভারত-আফগানিস্তান হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন দুপুর ৩টে
২২ জুন ও. ইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার সন্ধ্যে ৬টা
২৩ জুন পাকিস্তান-দ. আফ্রিকা লর্ডস, লন্ডন দুপুর ৩টে
২৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান হ্যাম্পশায়ার বোল,সাউদাম্পটন দুপুর ৩টে
২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস, লন্ডন দুপুর ৩টে
২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন, বার্মিংহাম দুপুর ৩টে
২৭ জুন ভারত-ও. ইন্ডিজ ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার দুপুর ৩টে
২৮ জুন শ্রীলঙ্কা-দ. আফ্রিকা চেস্টার লি স্ট্রীট দুপুর ৩টে
২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান হেডিংলি লীডস দুপুর ৩টে
২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস, লন্ডন সন্ধ্যে ৬টা
৩০ জুন ভারত-ইংল্যান্ড এজবাস্টন, বার্মিংহাম দুপুর ৩টে
১ জুলাই শ্রীলঙ্কা-ও. ইন্ডিজ চেস্টার লি স্ট্রীট দুপুর ৩টে
২ জুলাই ভারত-বাংলাদেশ এজবাস্টন, বার্মিংহাম দুপুর ৩টে
৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড চেস্টার লি স্ট্রীট দুপুর ৩টে
৪ জুলাই আফগানিস্তান-ও. ইন্ডিজ হেডিংলি লীডস দুপুর ৩টে
৫ জুলাই বাংলাদেশ-পাকিস্তান লর্ডস,লন্ডন সন্ধ্যে ৬টা
৬ জুলাই ভারত-শ্রীলঙ্কা হেডিংলি লীডস দুপুর ৩টে
৬ জুলাই অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার সন্ধ্যে ৬টা
৯ জুলাই ১ম সেমিফাইনাল ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টার দুপুর ৩টে
১১ জুলাই ২য় সেমফিাইনাল এজবাস্টন, বার্মিংহাম দুপুর ৩টে
১৪ জুলাই ফাইনাল লর্ডস, লন্ডন দুপুর ৩টে