অঙ্কিত কেশরির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিসের
তরুণ ক্রিকেটার অঙ্কিত কেশরির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল কলকাতা পুলিস। শেক্সপীয়র সরণি থানায় এই মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির তিনশো চারের এ ধারায় চিকিত্সায় গাফিলতির অভিযোগএনেছে পুলিস।
![অঙ্কিত কেশরির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিসের অঙ্কিত কেশরির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিসের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/22/38310-5-ankit.jpg)
ওয়েব ডেস্ক: তরুণ ক্রিকেটার অঙ্কিত কেশরির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল কলকাতা পুলিস। শেক্সপীয়র সরণি থানায় এই মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির তিনশো চারের এ ধারায় চিকিত্সায় গাফিলতির অভিযোগএনেছে পুলিস।
অঙ্কিতের মৃত্যুর তদন্তভার হাতে নিয়েই কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের কর্তারা লালবাজারে ডেকে পাঠান অঙ্কিতের বাবা-মাকে। সেখানে তাঁদের চিকিত্সা সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়। এদিকে অঙ্কিত কেশরি মৃত্যু মামলায় ইস্টবেঙ্গল ক্লাবের দিকে পাল্টা অভিযোগের তির সল্টলেকের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের বারণ অগ্রাহ্য করে রিস্ক বন্ডে অঙ্কিতকে ছাড়িয়ে নিয়ে গেছেন ক্লাব কর্তারা। এমনটাই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।