বিয়ের আগে এবং পরে ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন, দেখুন পরিসংখ্যান
কথায় বলে সব সফল পুরুষের সাফল্যর পিছনে একজন নারীর অবদান থাকে। আর কথায় যেটা সেভাবে বলা হয় না, সেটাও অনেকটাই সত্যি। তা হলো - সব ব্যর্থ পুরুষের পিছনেও একজন নারীর অবদান থাকে। যাক, প্রবাদ ছেড়ে এবার আমরা মূল প্রসঙ্গে ঢুকে পড়ি।
ওয়েব ডেস্ক: কথায় বলে সব সফল পুরুষের সাফল্যর পিছনে একজন নারীর অবদান থাকে। আর কথায় যেটা সেভাবে বলা হয় না, সেটাও অনেকটাই সত্যি। তা হলো - সব ব্যর্থ পুরুষের পিছনেও একজন নারীর অবদান থাকে। যাক, প্রবাদ ছেড়ে এবার আমরা মূল প্রসঙ্গে ঢুকে পড়ি।
তা হলো ক্রিকেটারদের ক্ষেত্রে কথাটা কেমন খাটে, একটু দেখে নেওয়া যাক। আমাদের চেনা জানা ক্রিকেটাররা বিয়ের আগে কেমন পারফর্ম করতেন আর বিয়ের পরেই বা কেমন পারফর্ম করেছেন, সেটাই দেখে নিন এক ঝলকে। আইপিএল চলার সময়, যারা সম্প্রচার করে সেখানেই দেখানো হয়েছে এই তথ্য। আপনাদের সামনেও তুলে ধরা হল সেই পরিসংখ্যান। প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে এই কজন ক্রিরেটারেরই বিয়ের আগের এবং বিয়ের পরের ব্যাটিং গড় তুলে ধরা হয়েছে। এবার এই পরিসংখ্যান দেখে বিচার করে আপনিই ঠিক করে নিন, বিয়ে ক্রিকেটারদের পারফরম্যান্সকে বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়!
ক্রিকেটার | বিয়ের আগের গড় | বিয়ের পরের গড় |
নভজ্যোত্ সিং সিধু | ১৩.০০ | ৪৩.৩২ |
রামিজ রাজা | ৩২.২৮ | ৩১.৬২ |
মহেন্দ্র সিং ধোনি | ৪২.৫৯ | ৩৪.৪৭ |
শেন ওয়াটসন | ৩৯.৪৩ | ৩৩.৫২ |
ডেভিড ওয়ার্নার | ৪৮.২০ | ৫৪.৯২ |
এবি ডিভিলিয়ার্স | ৫০.৫০ | ৫০.২৯ |
ফ্যাফ ডুপ্লেসিস | ৫৮.৫০ | ৩৫.৩৮ |