WATCH: দুবাই থেকে মাদেইরায় এলেন রোনাল্ডো, ছেলের উপহারে আবেগি মা, ভারতে এই গাড়ির দাম কত?
Cristiano Ronaldo gives a beautiful expensive luxury car to his mother how much Porsche Cayenne costs in India: অতীতে মাকে দিয়েছেন মহার্ঘ মার্সিডিজ বেঞ্জ। আর এবার রোনাল্ডো মাকে দিলেন পর্শের বিখ্য়াত মডেলের গাড়ি।
![WATCH: দুবাই থেকে মাদেইরায় এলেন রোনাল্ডো, ছেলের উপহারে আবেগি মা, ভারতে এই গাড়ির দাম কত? WATCH: দুবাই থেকে মাদেইরায় এলেন রোনাল্ডো, ছেলের উপহারে আবেগি মা, ভারতে এই গাড়ির দাম কত?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/04/454421-cristiano-ronaldo.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা বলতে এককথায় অজ্ঞান ছেলে। অথচ এই মা চাননি সন্তান পৃথিবীতে আসুক। কথা হচ্ছে ফুটবল মহানক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও মারিয়া ডোলোরেস ডস স্য়ান্টোস ভিভেইরোস দ্য় এভেইরোকে (Maria Dolores dos Santos Viveiros da Aveiro) নিয়ে। গত ৩১ ডিসেম্বর রোনাল্ডোর মা ৬৯ বছরে পা দিয়েছেন। ছেলে বসে থাকেননি দুবাইয়ে। প্রায় সাত হাজার কিলোমিটার উড়ে, নিজের জন্মভূমি পর্তুগালের মাদেইরাতে সপরিবারে আসেন সিআরসেভেন (CR7)। মায়ের বিশেষ দিনে ছেলে উপহার দিয়েছেন মহার্ঘ গাড়ি। যা দেখে আবেগি হয়ে পড়েছেন মা। জানেন রোনাল্ডো কী গাড়ি দিয়েছেন মারিয়াকে। লাক্সারি এসইউভি পর্শে কাইয়েন (Porsche Cayenne SUV) দিয়েছেন। ভারতে এই গাড়ির দাম শুরু হয় ১ কোটি ৩৬ লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম পড়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকা। খুব স্বাভাবিক রোনাল্ডো তাঁর মাকে সেরার সেরা ভ্যারিয়েন্টই তুলে দেবেন। গতবছর রোনাল্ডোই হয়েছেন সর্বাধিক গোলশিকারি। আল-নাসের নক্ষত্রের পা থেকে এসেছে ৫৪ গোল। ২৮ বছরের ফুটবলারকে টেক্কা দিতে পারেননি কেউই।
আরও পড়ুন: SA vs IND: সংক্ষিপ্ততম ঐতিহাসিক টেস্টের নজির! কেপটাউন জিতে গর্বিত রোহিত, প্রশংসা করলেন কার?
অত্যন্ত লড়াই করে বেড়ে ওঠা রোনাল্ডো, নিজেকে জাগতিক সুখের সর্বোচ্চ পর্যায়ে রাখেন। তাঁর জীবনযাপন, বেশভূষার সঙ্গেই ব্যতিক্রমী তাঁর নিজের গাড়ির পছন্দ। বিশ্বের ধনীতম অ্যাথলিট তিনি। ২০০ মিলিয়ন ডলারের যিনি মালিক, তাঁর কাছে স্বাভাবিক ভাবেই গাড়ি কেনার সময়ে টাকাটা কোনও ফ্যাক্টর হয় না। রোনাল্ডো শুধু চান তাঁর গাড়িটি হতে হবে সকলের থেকে আলাদা, এমনকী সম্ভব হলে, সেই গাড়ি যেন মহাবিশ্বে একটিই থাকে। মালিক হবেন তিনিই। রোনাল্ডোর গাড়িশালে চোখ ধাঁধানো সব গাড়িই রয়েছে। গতবছর রোনাল্ডো নিজেকে এমন এক গাড়ি উপহার দিয়েছেন যা, এই পৃথিবীতে মাত্র ১০ জনের গ্যারেজে আছে। রোনাল্ডো কিনেছেন বুগ্যাতি চেন্তোদিয়েচি। বিখ্যাত ফরাসি গাড়ি প্রস্তুতকারক সংস্থার এই চেন্তোদিয়েচি মডেলের গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ কোটি টাকা।
আরও পড়ুন: ICC: বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার শামি, সতীর্থদের সঙ্গেই এবার তাঁর শ্রেষ্ঠত্বের লড়াই!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)