মানবাধিকার রক্ষায় ব্যর্থ, সৌদির পর্যটনের ‘মুখ’ হলেন না Ronaldo

৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন CR7। 

Updated By: Jan 23, 2021, 05:20 PM IST
মানবাধিকার রক্ষায় ব্যর্থ, সৌদির পর্যটনের ‘মুখ’ হলেন না Ronaldo

নিজস্ব প্রতিবেদন- সৌদি আরবের পর্যটনের মুখ হতে রাজি হলেন না পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদিতে মানবাধিকার একেবারেই তলানিতে বলে প্রায় ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন CR7। বার্সেলোনার তারকা লিওনেল মেসিকেও (Lionel Messi) একই প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। 

চলতি সপ্তাহের শুরুতেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন Ronaldo। অপরদিকে মেসিও ষষ্ঠবারের জন্য বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন। তাদের মুখ ব্যবহার করেই সৌদিতে পর্যটন শিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছিল সেই দেশের সরকার।  ‘Visit Saudi’ নাম দিয়ে ইতিমধ্যেই একটি প্রচার শুরু করেছে সৌদি সরকার। তাদের মূল লক্ষ্যই হচ্ছে, বিদেশী পর্যটকদের দেশে নিয়ে আসা ও দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। মানবাধিকারের অভাব রয়েছে বলে সৌদি আরবের দীর্ঘদিনের বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্যই রোনাল্ডো, মেসির মতো তারকাদের তারা ব্যবহার করতে চাইছিল মত ওয়াকিবহাল মহলের। 

আরও পড়ুন-  এবার জিদানকে কড়া ট্যাকল Corona-র

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরতে চায় সৌদি। কিন্তু রোনাল্ডো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেল। তবে মেসি কি জবাব দেন সেই দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে সৌদি সরকার!

.