IPL 2020: নাইটদের ভরা সংসার, আবু ধাবি পৌঁছে গেলেন মরগ্যান-কামিন্সরা
আমিরশাহি পৌঁছেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সুখবরটা পেয়ে যান। বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিনে তাঁদের যেতে হচ্ছে না।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL 2020: নাইটদের ভরা সংসার, আবু ধাবি পৌঁছে গেলেন মরগ্যান-কামিন্সরা IPL 2020: নাইটদের ভরা সংসার, আবু ধাবি পৌঁছে গেলেন মরগ্যান-কামিন্সরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/18/275665-kkr.jpg)
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই কোটি টাকার লিগ শুরু আমিরশাহিতে। অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেটবিশ্ব। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।
বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আমিরশাহিতে পা রাখলেন। আট ফ্রাঞ্চাইজির মোট ২১ জন ক্রিকেটার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ খেলে পৌঁছে গেলেন সংযুক্ত আরব আমিরশাহিতে।
ভরা সংসার নাইটদের। বৃহস্পতিবার রাতে আবু ধাবিতে পৌঁছে গেলেন ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, টম ব্যান্টন আর অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বুধবার ছিল ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচ খেলেই বৃহস্পতিবার রাতে কামিন্স-মরগ্যানরা যোগ দিলেন নাইট শিবিরে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের আবু ধাবি বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর ছবি পোস্ট করেছে কেকেআর।
Cummins, Morgan, Banton - All aboard
The last three ave safely arrived in #AbuDhabi for #Dream11IPL@Eoin16 @patcummins30 @TBanton18#KKR #HaiTaiyaar pic.twitter.com/KnMSI7GiSP
— KolkataKnightRiders (@KKRiders) September 18, 2020
আমিরশাহি পৌঁছেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সুখবরটা পেয়ে যান। বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিনে তাঁদের যেতে হচ্ছে না। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাঁদের অনুরোধ রেখেছেন। ৬ দিনের কোয়ারেন্টিন এখন ৩৬ ঘণ্টা। এর মধ্যে একাধিকবার কোভিড পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন তাঁরা এবং দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কলকাতা নাইট রাইডার্স আইপিএলে অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন - IPL 2020: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের অনুরোধ রাখলেন সৌরভ, কমল কোয়ারেন্টিনের দিন