ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে আপাতত বৃষ্টিতে বন্ধ খেলা! কী হবে এরপর ...
ম্যাচটি ভেস্তে যায়, তবে ফাইনালে চলে যাবে ভারত।
নিজস্ব প্রতিবেদন: চলতি বিশ্বকাপে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টি পিছু ছাড়ছে না। গ্রুপ লিগে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সেমি ফাইনালেও সেই বৃষ্টির বাধা। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে বৃষ্টির ভ্রুকূটি ছিলই। পূর্বাভাস মতোই এদিন ভারতীয় সময় সন্ধে ৬টার কিছু পরে বৃষ্টি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ২১১/৫।
need to bat at least 20 overs for a result
If possible, a result will be reached today
If not, the game will continue tomorrow
If still no result is possible, will progress to the #CWC19 final, as group winners#INDvNZhttps://t.co/Xim0zBSCug— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019
# আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
* বিশ্বকাপের ফাইনাল ও সেমি ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে।
* ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ যদি আজ ভেস্তে যায়! তবে আগামিকাল, বুধবার রিজার্ভ ডে-তে ম্যাচ হবে।
* রিজার্ভ ডে-তে আজ যেখানে ম্যাচ শেষ হয়েছে, সেখান থেকেই খেলা শুরু হবে বুধবার।
* দি রিজার্ভ ডে-তে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটি ভেস্তে যায়, তবে ফাইনালে চলে যাবে ভারত। কারন গ্রুপ লিগে নিউ জিল্যান্ডের থেকে বেশি পয়েন্ট ছিল ভারতের।
# রিজার্ভ ডে-তে ম্যাচ যাওয়ার আগে রয়েছে শর্ত-
দুই দলই নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের থেকে ১২০ মিনিট অতিরিক্ত খেলতে পারবে যদি ম্যাচের ফলাফল হয়। সেক্ষেত্রে দুই দলকে অন্তত ২০ ওভার খেলতেই হবে। তখন ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রযোজ্য হবে।(সেক্ষেত্রে ভারতীয় সময় ভোর চারটের মধ্যে খেলা শেষ করতে হবে।) ৪৬.১ ওভারে নিউ জিল্যান্ডের রান ২১১/৫, এই নিরিখে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২০ ওভারে ভারতের টার্গেট হবে ১৪৮।
আরও পড়ুন - ICC World Cup 2019: মাঠে কোহলিদের দাপট! ম্যাঞ্চেস্টারের গ্যালারি নীল রঙা জার্সির দখলে