পুরনো শত্রুর শোধের আগুনে হার ইস্টবেঙ্গলের, নিজের ডেরায় নাস্তানাবুদ কোলাসো

গোল করে নিজের পুরনো দলকে আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে দিলেন অসি স্ট্রাইকার টোলগে ওজবে। কলকাতার তিন দলে ব্রাত্য হয়ে ডেম্পোয় পাড়ি দিয়েছিলেন অসি স্ট্রাইকার। ক্লিফোর্ড মিরান্ডার ক্রশে মাথা ছুঁইয়ে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডেম্পোকে জয় এনে দিলেন সেই টোলগে। ফলে প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই খালি হাতে ফিরতে হল আর্মান্দো কোলাসোকে। রবিবারের ম্যাচ ছিল আক্ষরিক অর্থেই রিইউনিয়ান ম্যাচ ।

Updated By: Feb 23, 2014, 08:42 PM IST

ডেম্পো (১) ইস্টবেঙ্গল (০)
(টোলগে)

গোল করে নিজের পুরনো দলকে আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে দিলেন অসি স্ট্রাইকার টোলগে ওজবে। কলকাতার তিন দলে ব্রাত্য হয়ে ডেম্পোয় পাড়ি দিয়েছিলেন অসি স্ট্রাইকার। ক্লিফোর্ড মিরান্ডার ক্রশে মাথা ছুঁইয়ে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডেম্পোকে জয় এনে দিলেন সেই টোলগে। ফলে প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই খালি হাতে ফিরতে হল আর্মান্দো কোলাসোকে। রবিবারের ম্যাচ ছিল আক্ষরিক অর্থেই রিইউনিয়ান ম্যাচ ।

আর্মান্দোর মতই পুরনো দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ডেম্পোর টোলগে আর সঞ্জু প্রধান। প্রথমার্ধে দুদলই উপভোগ্য ফুটবল উপহার দেয়। ম্যাচের টার্নিং পয়েন্ট আসে বিরতির ঠিক আসে। আমিরিকে পেটে ঘুসি মেরে লালকার্ড দেখেন ইস্টবেঙ্গলের গুরবিন্দর সিং। বিপক্ষ দল দশজনে হয়ে যাওয়ার সুযোগ পুরোমাত্রায় কাজে লাগায় ডেম্পো। দ্বিতীয়ার্ধে গোয়ার দলটির হয়ে জয়সূচক গোল করে যান টোলগে। এই হারের ফলে তেরো ম্যাচে উনিশ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।

.