ঘরের মাঠে ইংরেজদের একচুলও জায়গা ছাড়লেন না ধোনি
আজ তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।
** ধোনি চার!!!!!!!!!!!!! ম্যাচ উইন ৭ উইকেটে
** ধোনি ২৮ ওভারের মাথায় মাত্র ১ রান নিলেন...আর ৩ রান বাকি
** ভারতকে জিততে হলে ২৩ ওভারে মাত্র ৪ রান বাকি
** ভারতকে জিততে হলে ২৪ ওভারে মাত্র ১২ রান বাকি
** যুবরাজ আউট বল ট্রেডওয়েল ৩০ রান
** ২৪ ওভারের শেষে ভারতের রান ১২৯/২
যুবরাজ সিং-২২
বিরাট কোহলি-৬৮
** ২৩ ওভারের শেষে ভারতের রান ১২০/২
যুবরাজ সিং-২১
বিরাট কোহলি-৬১
** ২২ ওভারের শেষে ভারতের রান ১০৯/২
যুবরাজ সিং-১১
বিরাট কোহলি-৬০
** ২০ ওভারের শেষে ভারতের রান ৯০/২
যুবরাজ সিং-৪
বিরাট কোহলি-৪৯
** গম্ভীর আউট ক্যাচ রুট বল ট্রেডওয়েল ৩৩ রান
** ভিভ রিচার্ডসের পর একদিনের ক্রিকেটে দ্রুততম ৪০০০ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি
**১৫ ওভারের শেষে ভারতের রান ৭০/১
গম্ভীর-২৭
বিরাট কোহলি-৩৯
** ১১ ওভারের শেষে ভারতের রান ৫৭/১
গম্ভীর-২২
বিরাট কোহলি-৩১
** ফিনকে পরস্পর ২ টি ৪ মারলেন কোহলি
** ১০ ওভারের শেষে ভারতের রান ৪৮/১
গম্ভীর-২২
বিরাট কোহলি-২২
**ডার্নব্যাচকে পরস্পর ৩ টে চার মারলেন কোহলি
৬ ওভারের শেষে ভারতের রান ৩১/১
গম্ভীর-১৪
বিরাট কোহলি-১৪
** ৫ ওভারের শেষে ভারতের রান ১৯/১
গম্ভীর-১৪
বিরাট কোহলি-২
** রাহানে আউট বল ফিন ০
** ১ ওভারে ভারতের রান ৪/০
রাহানে-০
গম্ভীর-৩
**ভারতের খেলা শুরু
১ বলে ৩ রান
ইংল্যান্ড ১৫৫ রানে সব উইকেট খুইয়ে প্রথম ইনিংস শেষ করে। ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করলেন। জাদেজা ৩ টি, ইশান্ত শর্মা ও অশ্বিন ২টি আর ভুবেনেশ্বর, আহমেদ, রায়না ১ টি করে উইকেট পান।
প্রথম থেকেই ইংরেজবাহিনীর ধস শুরু হয়। একমাত্র জো রুটের ৩৯ রান ছাড়া বিশেষ কারোর রান স্কোরবোর্ডে নেই। ইংল্যন্ডের ধারাবাহিক ব্যাটিং কমেন্ট্রি নিচে দেওয়া হল।
** ইংল্যান্ড অল আউট ১৫৫ রানে (৪২.২ ওভার)
** ডার্নব্যাচ আউট বল জাদেজা ০
ফিন আউট ক্যাচ যুবরাজ বল রায়না ৩
** ৪০ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১৫২/৮
ফিন-২
ট্রেডওয়েল-২
** ব্রেসনন আউট বল অশ্বিন ২৫ রান
** রুট ক্যাচ ধোনি বল শর্মা ৩৯ রান
** ৩৫ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১৩২/৬
রুট-৩১
ব্রেসনন-২০
** ৩০ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১১৮/৬
রুট-২৬
ব্রেসনন-১১
** ২৫ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৯৮/৬
** প্যাটেল আউট এলবিডব্লিউ জাদেজা ০
** কেইসওয়েটার আউট বল জাদেজা ০
**মরগান আউট ক্যাচ যুবরাজ বল অশ্বিন ১০
** ২০ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৮৪/৩
মরগান-৮
রুট-৭
** ১৬ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৬৮/৩
মরগান-০
রুট-০
** বেল আউট ধোনি ক্যাচ কুমার বল ২৫ রান
পিটারসন আউট ধোনি ক্যাচ শর্মা বল ১৭ রান
** ১৪ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৬৬/১
পিটারসন-১৫
বেল-২৫
** ১০ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৩৪/১
পিটারসন-৩
বেল-১০
**কুক আউট বল সামি ১৭ রান
** ৫ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১৩/০
কুক-১১
বেল-১
** ১ ওভারের শেষে ইংল্যান্ডের রান ২/০
কুক-১
বেল-০
** কুক ও বেল ওপেন করতে নেমেছেন। ভুবেনেশ্বর কুমারের হাতে প্রথম বল....
আজ তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।
রাঁচির নতুন স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতে চলেছে। ম্যাচ ঘিরে তুমুল উত্সাহ ধোনির শহরে। ম্যাচ জিতলেই সিরিজে ২-১ এ এগিয়ে যাওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রাঁচিতে ভারতীয় দলে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। গত ম্যাচে ১২৭ রানে জেতার পর প্রথম ১১ একই থাকছে মোটামুটি নিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজও জিততে পারেনি ধোনির দল। ইংল্যান্ডের বিরুদ্ধেও আপাতত সিরিজ সমানে সমানে। ঘরের মাঠ থেকেই কি ভাগ্যের চাকা ঘুরবে ধোনির? আপাতত সবাই তাকিয়ে সেই দিকেই।
ইংল্যান্ড দলে ব্রেসননকে কতটা এই ম্যাচে পাওয়া যাবে তা নিয়ে কুকের ড্রেসিংরুমে সে জল্পনা এখনও থেকে গিয়েছে। যদি ব্রেসনন আজকের ম্যাচের জন্য ফিট থাকেন, তাহলে ক্রিস ওয়াকসের জায়গায় আসবেন। এছাড়া আশা করা যাচ্ছে পুরানো দল নিয়েই কুকবাহিনী মাঠে নামবেন।
ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সবেমাত্র দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা হয়েছে। দুটি ম্যাচেই ড্র হয়েছে। তবে পিচ বিশেষজ্ঞরা মনে করছেন টসে জিতে প্রথম ব্যাট করলে অনেক বেশি সুবিধা পাবে। মোটামুটি ৩০০ বেশি আশা করছেন তাঁরা। রাঁচির রুক্ষ আবহাওয়ায় শিশির কোনও রকম অসুবিধা করবে না বলেই মনে করছেন তাঁরা।
ভারতীয় দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক)
গৌতম গম্ভীর
আজিঙ্কা রাহানে
বিরাট কোহলি
যুবরাজ সিং
রবিন্দ্র জাদেজা
সুরেশ রায়না
রবিচন্দ্রন অশ্বিন
ভুবেনশ্বর কুমার
ইশান্ত শর্মা
সামি আহমেদ
ইংল্যান্ড দল
অ্যালেস্টার কুক
ইয়ান বেল
কেভিন পিটারসন
ইয়ন মরগান
জো রুট
ক্রেগ কেইসওয়েটার
সমিত প্যাটেল
টিম ব্রেসনন
জেমস ট্রেডওয়েল
জেড ডার্নব্যাচ/ স্টুয়ার্ট মেকার
স্টিভেন ফিন