ফিফার প্রেসিডেন্ট পদে লড়বেন মারাদোনা!

শেপ ব্লাটারের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এবার ফুটবলের রাজপুত্র। উরুগুয়ের সাংবাদিক তথা লেখক ভিক্টর হুগো মোরালেসকে ফিফার প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছার কথা জানান দিয়েগো মারাদোনা। উরুগুয়ের সেই সাংবাদিক আবার মারাদোনর ঘনিষ্ঠ বন্ধু।

Updated By: Jun 22, 2015, 03:02 PM IST
ফিফার প্রেসিডেন্ট পদে লড়বেন মারাদোনা!

ওয়েব ডেস্ক: শেপ ব্লাটারের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এবার ফুটবলের রাজপুত্র। উরুগুয়ের সাংবাদিক তথা লেখক ভিক্টর হুগো মোরালেসকে ফিফার প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছার কথা জানান দিয়েগো মারাদোনা। উরুগুয়ের সেই সাংবাদিক আবার মারাদোনর ঘনিষ্ঠ বন্ধু।

টুইটারে ফিফার প্রেসিডেন্ট পদে লড়ার মারাদোনার ইচ্ছার কথা জানান ভিক্টর হুগো। ব্লাটারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পরিচিত মারাদোনা দীর্ঘদিন ধরেই ফিফার কাজকর্মের সমালোচনা করে এসেছেন। ডিসেম্বরের মাঝামাঝি অথবা আগামী বছরের শুরুতে ফিফার প্রেসিডেন্ট পদে ভোট হওয়ার কথা। ব্রাজিলের জিকোও ফুটবুলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন।  

.