কাল পুণেয় আই লিগে জয়ের রাস্তা খুঁজতে নামছে ইস্টবেঙ্গল

আই লিগে জয়ের ছন্দে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। রবিবার পুণেয় মুম্বই এফ সি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ শিবির। গত ম্যাচে প্রয়াগের কাছে হেরে আই লিগে অপরাজিত থাকার রেকর্ড মুছে গেছে ইস্টবেঙ্গলের। তাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে অ্যাওয়ে ম্যাচেও তিন পয়েন্ট পেতে বদ্ধপরিকর ফেডকাপ চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর মরগ্যানের গলায়। মুম্বই এফসি আই লিগের শুরুটা ভাল না করলেও, বেশ কয়েকটা শক্ত ম্যাচ জিতেছে খালিদ জামিলের দল। তাই দলের ফুটবলারদের সতর্ক করছেন মরগ্যান।  

Updated By: Dec 22, 2012, 05:21 PM IST

আই লিগে জয়ের ছন্দে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। রবিবার পুণেয় মুম্বই এফ সি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ শিবির। গত ম্যাচে প্রয়াগের কাছে হেরে আই লিগে অপরাজিত থাকার রেকর্ড মুছে গেছে ইস্টবেঙ্গলের। তাই চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে অ্যাওয়ে ম্যাচেও তিন পয়েন্ট পেতে বদ্ধপরিকর ফেডকাপ চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর মরগ্যানের গলায়। মুম্বই এফসি আই লিগের শুরুটা ভাল না করলেও, বেশ কয়েকটা শক্ত ম্যাচ জিতেছে খালিদ জামিলের দল। তাই দলের ফুটবলারদের সতর্ক করছেন মরগ্যান।
  
অ্যাওয়ে ম্যাচে চাপ কমাতে দ্রুত গোল চাইছেন মরগ্যান। তাড়াতাড়ি গোল পেয়ে গেলে ইস্টবেঙ্গল আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মনে করছেন লাল-হলুদ কোচ। জানুয়ারি মাসের ৯ তারিখ কলকাতায় আসবেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি অ্যান্ড্রু বোরিসিচ। জানুয়ারির মাঝামাঝি শুরু হবে দ্বিতীয় পর্বের দলবদল। লাল-হলুদে সই করার আগে দলের সঙ্গে বোরিসিচকে মানিয়ে নেওয়ার সময় দিতে চাইছেন মরগ্যান। যাতে সই করার পর থেকেই সেরা ফিটনেসে পাওযা যায় নতুন বিদেশিকে। তাই সই করার এক সপ্তাহ আগেই বোরিসিচকে কলকাতায় নিয়ে আসছেন লাল-হলুদ কোচ।
 
বোরিসিচ এসে গেলে তাঁর হাতে আরও বিকল্প বাড়বে বলে মনে করছেন মরগ্যান। তবে শুরুর দিকে পরিবর্ত হিসাবেই বোরিসিচকে মাঠে নামাতে চান তিনি। এবারের আই লিগে প্রথমবার ওপারাকে ছাড়া মাঠে নামছে ইস্টবেঙ্গল। আই লিগের দশটা ম্যাচে মাত্র দু গোল হজম করেছে লাল-হলুদ ডিফেন্স। নির্বাসিত হওযায় পরের দুটো ম্যাচে খেলতে পারবেন না নাইজেরীয় ডিফেন্ডার ওপারা। মরগ্যান অবশ্য বলছেন, চোট বা সাসপেনসন খেলার অঙ্গ। তাছাড়া ওপারার জায়গা নিতে প্রস্তুত আছেন রাজু গায়কোয়াড়। ফেডারেশন কাপ ফাইনালে ওপারা-র অনুপস্থিতিতে দুরন্ত খেলেছিলেন রাজু গায়কোয়াড়। সেই ম্যাচে দুরন্ত খেলেছিলেন অর্ণব আর রাজু জুটি। মরগ্যানের আশা মুম্বই এফ সি ম্যাচেও ভাল পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখবেন রাজুরা।

.