র্যান্টি দেখালেন পেশাদারিত্ব, ইস্টবেঙ্গল দেখাল হতাশ ফুটবল
পেশাদারিত্বের নয়া উদাহরণ দেখালেন ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার র্যান্টি মার্টিন্স। শনিবার সকালেই মায়ের মৃত্যুসংবাদের খবর পান তারকা এই স্ট্রাইকার। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে হোটেলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা সাত্বনা দেন তারকা স্ট্রাইকারকে। তবে বাড়ি ফিরে না গিয়ে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ খেলেন র্যান্টি। গোয়ায় পুরো ম্যাচই খেলেন তিনি। মাতৃহারার শোক নিয়ে র্যান্টি খেললেও দলকে জেতাতে পারেননি তিনি। তাই দিনের শেষে বেশ মনমরা তারকা এই স্ট্রাইকার।
বড়ম্যাচের আগে গোয়া থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সালগাঁওকরের কাছে ১-৩ গোলে হেরে কলকাতায় ফিরতে হচ্ছে আর্মান্দো কোলাসোর দলকে। গত দুম্যাচের ফর্মের ধারের কাছে যে তারা শনিবার ছিলেন না,তা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গলের সহকারি কোচ সুজিত চক্রবর্তী। শনিবার দলের পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
পরের ম্যাচের আগে যতটা সময় পাওয়া যাবে,তার মধ্যে দলের ভুল-ক্রুটি গুলো শুধরে নিতে চান আর্মান্দো কোলাসো।