মিনার্ভা ম্যাচের আগের দিন পঞ্চকুলায় অনুশীলনেরই সুযোগ পেল না ইস্টবেঙ্গল
ভ্যালেন্টাইন্স ডে-র আগের দিন পঞ্চকুলায় আই লিগের ‘ফাইনাল’ । খেতাবি লড়াইয়ে মুখোমুখি শীর্ষে থাকা মিনার্ভা পাঞ্জাব এবং ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট মিনার্ভার, সমসংখ্যক ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট ২৩।
ওয়েব ডেস্ক: মিনার্ভা ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনের সুযোগ পেল না ইস্টবেঙ্গল। সোমবার পঞ্চকুলায় হোটেলের ছাদে বল ছাড়া অনুশীলন সারলেন আমলা-কাটসুমিরা। প্রবল বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় হাই ভোল্টেজ ম্যাচের আগে নমো নমো করে অনুশীলন সারতে হয় খালিদ বাহিনীকে।
পঞ্চকুলায় ম্যাচের আগের দিন অনুশীলনের জন্য মূল স্টেডিয়াম চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তার বদলে মিনার্ভা অ্যাকাডেমির মাঠ বরাদ্দ করে আয়োজকরা। ওদিকে রবিবার লাগাতার বর্ষণের পর দেখা যায় সেই মাঠের বেহাল দশা। অগত্যা হোটেলের ছাদেই অনুশীলন সারেন লাল-হলুদ খেলোয়াড়রা।
খেতাব নির্ধারণকারী ম্যাচের আগে পুরোদমে অনুশীলন না করতে পারার ক্ষোভ গোপন করেননি কোচ খালিদ জামিল। তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষবেলায় সেটপিস অনুশীলন করতে চেয়েছিলাম। সেটা হল না।'
ভ্যালেন্টাইন্স ডে-র আগের দিন পঞ্চকুলায় আই লিগের ‘ফাইনাল’ । খেতাবি লড়াইয়ে মুখোমুখি শীর্ষে থাকা মিনার্ভা পাঞ্জাব এবং ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট মিনার্ভার, সমসংখ্যক ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট ২৩।
আরও পড়ুন- গোকুলামের কাছে হেরে আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের
চলতি মরসুমে দুরন্ত ফর্মে থাকা মিনার্ভার বিরুদ্ধে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। মিনার্ভার ডেরায় তাদের হারানোর কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। একই সঙ্গে বড় চ্যালেঞ্জের সামনে খালিদ জামিলও। মিনার্ভাকে হারাতে পারলে আই লিগের খেতাবি লড়াইয়ে টিকে থাকবে লাল-হলুদের স্বপ্ন। চোট সারিয়ে মিনার্ভা ম্যাচে অবশ্য পাওয়া যাবে লাল-হলুদের মাঝমাঠের নিউক্লিয়াস আল আমনাকে। দুই স্ট্রাইকারে দিয়ে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবলের ভাবনা খালিদের।
আরও পড়ুন- মেসির সংসারে আসছে ‘সিরো’
ইস্টবেঙ্গলের বাজো আবার মিনার্ভায় যোগ দিয়েছেন। লাল-হলুদ আক্রমণকে রুখতে বাতিল বাজোই মিনার্ভার বাজি। বিদেশি রেফারি দিয়ে এই ম্যাচটা পরিচালনার জন্য ইস্টবেঙ্গলের আবেদন নাকচ করে দিয়েছে এআইএফএফ। সব ভুলে ভি-ডের আগে আই লিগ ‘ফাইনাল’ জিততে মরিয়া খালিদ জামিলের টিম ইস্টবেঙ্গল।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়