লাল হলুদের যুবভারতী, ৪-০ গোলে নৌকা ডুবিয়ে ইতিহাস ফেরাল ইস্টবেঙ্গল
ওয়েব ডেস্ক: যুবভারতীর রঙ লাল হলুদ। এই চেনা হেডলাইনটা আরও একবার না দিলে হয়ত গোটা ম্যাচে লাল-হলুদের দাপট বোঝানো কঠিন হবে। নতুন ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ২০১০ থেকে ২০১৫ যুবভারতীর নতুন ঘাসে ঘরোয়া লিগ জয়ের ডাবল হ্যাটট্রিক মশাল বাহিনীর। এর আগে ১৯৭০ থেকে ৭৫ লিগ ডজয়ের খেতাব ছিল লাল হলুদের।
কলকাতায় প্রথম ডার্বিতেই চোখধাঁধানো গোলে দর্শকদের মন মাতালেন ইস্টবেঙ্গলের ডো ডং। মোহনবাগানের বিরুদ্ধে কোরিয়ান এই মিডফিল্ডারের জোড়া গোলকে বিশ্বমানের গোল হিসেবে মানছেন প্রাক্তন ফুটবলাররা। তারা ডংয়ের গোলদুটিকে রবার্তো কার্লোস, ডেভিড বেকহ্যাম,রোনাল্ডিনহোদের ফ্রিকিক থেকে করা গোলের সঙ্গে এক আসনেই রাখছেন। বাকি দুটি গোল করেন রাহুল ভেকে, রফিক।
উনিশো সত্তর থেকে পঁচাত্তর। ইস্টবেঙ্গল ফুটবলের ইতিহাসের সোনালী অতীত।টানা ছবার ঘরোয়া লিগ জিতে নজির গড়েছিল লালহলুদ। সেই সময় চারবার চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে সেই রেকর্ডের সাক্ষী ছিলেন ভারতের অন্যতম সফল কোচ প্রদীপ ব্যানার্জি।