যুবিরা ব্যস্ত অনুষ্ঠানে, কুকরা ডুবে অনুশীলনে

ইডেন টেস্টটা দুটো দলের কাছেই মরণবাঁচন। আর সেই টেস্টের দু দিন আগে দুই শিবিরে ধরা পড়ল দু রকম চিত্র। ভারতীয় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে দিন কাটালেন। আর ইংল্যান্ড ক্রিকেটাররা মজে রইলেন কঠোর অনুশীলনে। ইডেন টেস্ট খেলতে রবিবার শহরে পৌঁছয় ভারতীয় দল। ক্ষেপে-ক্ষেপে পৌঁছন ভারতীয় দলের সদস্যরা। রবিবার অনুশীলন না করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সচিন,বীরু,যুবিরা। শহরে মেইনল্যান্ড চাইনা রোস্তোঁরায় কুকিং অন দ্য রান নামে একটি বইয়ের উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ, অশ্বিন, প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে।

Updated By: Dec 2, 2012, 09:34 PM IST

ইডেন টেস্টটা দুটো দলের কাছেই মরণবাঁচন। আর সেই টেস্টের দু দিন আগে দুই শিবিরে ধরা পড়ল দু`রকম চিত্র। ভারতীয় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে দিন কাটালেন। আর ইংল্যান্ড ক্রিকেটাররা মজে রইলেন কঠোর অনুশীলনে। ইডেন টেস্ট খেলতে রবিবার শহরে পৌঁছয় ভারতীয় দল। ক্ষেপে-ক্ষেপে পৌঁছন ভারতীয় দলের সদস্যরা। রবিবার অনুশীলন না করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সচিন,বীরু,যুবিরা। শহরে মেইনল্যান্ড চাইনা রোস্তোঁরায় কুকিং অন দ্য রান নামে একটি বইয়ের উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ, অশ্বিন, প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে।
অন্যদিকে, ইডেনে অনুশীলনে নেমে পড়ল ইংল্যান্ড দল। রবিবার সকালে চুটিয়ে অনুশীলন সারেন অ্যালিস্টার কুক,মন্টি পানেসর-রা। আমেদাবাদে সিরিজে প্রথম টেস্ট হেরে গেলেও, মুম্বই টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তাই ইডেনে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কুকবাহিনী। ইডেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ইংল্যান্ড।শুক্রবার শহরে পৌঁছবার পর শনিবার দিনটা বিশ্রামেই কাটায় কুকবাহিনী। রবিবার সকালেই অবশ্য ইডেনে হাজির কুক,মন্টি পানেসররা। মুম্বইয়ের ওয়াংখেড়ের মতই ইডেন গার্ডেন্সের বাইশ গজও হতে চলেছে ট্র্যানিং ট্র্যাক। সেই আন্দাজ করে নিয়েই স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ অনুশীলন করেন ইংরেজ ব্যাটসম্যানরা। আমেদাবাদে হারলেও,মুম্বই টেস্ট জিতে দুরন্ত কামব্যাক করেছে ইংল্যান্ড। ইডেনে নামার আগে তাদের মনোবল যে তুঙ্গে তা জানাতে ভুলছেন না ইংরেজ ক্রিকেটাররা। ইডেন মোটেই ইংল্যান্ডের পয়া মাঠ নয়।বলা ভাল ক্রিকেটের নন্দন কাননে ইংল্যান্ডের রেকর্ড বেশ খারাপ। আত্মবিশ্বাসী পিটারসনরা অবশ্য সেই রেকর্ড বদলাতে মরিয়া।

.