Nouhaila Benzina, FIFA Womens World Cup 2023: দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও, বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে ইতিহাস গড়লেন বেনজিনা

শনিবার অর্থাৎ ২৯ জুলাই, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরক্কোর মহিলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় বেনজিনা মাঠে নামেন হিজাব পরে। পুরুষ বা নারীদের বিশ্বকাপ মিলিয়ে এমন ঘটনা এই প্রথম ঘটল।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 30, 2023, 07:22 PM IST
Nouhaila Benzina, FIFA Womens World Cup 2023: দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও, বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে ইতিহাস গড়লেন বেনজিনা
হিজাব পরে মাঠ দাপালেন নোহাইলা বেনজিনা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ ফুটবলে ইতিহাস তৈরি করলেন মরক্কোর (Morocco Womens Football Team) নোহাইলা বেনজিনা (Nouhaila Benzina)। মহিলাদের বিশ্বকাপের (FIFA Womens World Cup 2023) ম্যাচে দক্ষিণ কোরিয়ার (South Korea Womens Football Team) বিরুদ্ধে তিনি মাঠে নেমেছেন হিজাব (Hijab) পরে। এই প্রথম কোনও ফুটবলার হিজাব পরে বিশ্বকাপের ম্যাচ খেললেন ।

ফিফার (FIFA) নিয়ম অনুযায়ী, ধর্মীয় কারণেও মাথা ঢেকে মাঠে নামা যেত না। ফুটবলারদের স্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম ছিল। ২০১৪ সালে এই নিয়ম প্রত্যাহার করে নেয় ফিফা। ফলে হিজাব পরে খেলার ক্ষেত্রে এখন আরও কোনও বাধা নেই। 

শনিবার অর্থাৎ ২৯ জুলাই, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরক্কোর মহিলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় বেনজিনা মাঠে নামেন হিজাব পরে। পুরুষ বা নারীদের বিশ্বকাপ মিলিয়ে এমন ঘটনা এই প্রথম ঘটল।

হিজাব পরে মাঠে নামায় বেনজিনার প্রশংসা করেছেন মুসলিম উইমেন ইন স্পোর্টস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা আসমা হেলাল বলেছেন, "বেনজিনাকে দেখে মুসলিম সম্প্রদায়ের মহিলারা অনুপ্রাণিত হবে। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু ফুটবলাররা নয়। যারা সিদ্ধান্ত নেন, কোচেরা এবং অন্য খেলার সঙ্গে যুক্তরাও ভীষণ ভাবে অনুপ্রাণিত হবে।" 

আরও পড়ুন: Sunil Chhetri And Subrata Bhattacharya: 'মোহনবাগান ও সুব্রত ভট্টাচার্য সমার্থক' শ্বশুরের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে অকপট জামাই সুনীল

আরও পড়ুন: Sunil Chhetri, Asian Games 2023: কেন এশিয়ান গেমসে নেই সুনীল-সন্দেশ-গুরপ্রীত? জেনে নিন আসল কারণ

বেনজিনার হিজাব পরে খেলার সিদ্ধান্ত সমর্থন করেছেন সতীর্থেরাও। দলের অধিনায়ক গিজলেন চেবাক বলেছেন, "নারীদের বিশ্বকাপে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে আমরা যোগ্যতা অর্জন করেছি। বিশ্বকাপ খেলতে পারা আমাদের কাছে গর্বের। দেশের খেলাধুলার সম্পর্কে বিশ্বের ধারণা উন্নত করার গুরুতর দায়িত্ব রয়েছে আমাদের কাঁধে।" 

বেনজিনা পেশাদার ফুটবলার। তিনি মরক্কোর অ্যাসোসিয়েশনের স্পোর্টস অফ ফোর্সেস আর্মড রয়্যাল ক্লাবের হয়ে খেলেন। তাঁর ক্লাব মরক্কোয় মহিলাদের লিগে টানা আট বারের চ্যাম্পিয়ন। মরক্কোর অন্যতম সেরা নারী ডিফেন্ডার ২৪ বছরের এই ফুটবলার।

মহিলাদের বিশ্বকাপে গ্রুপ এইচ-এ জার্মানির কাছে ৬-০ গোলে হেরে গিয়েছিল মরক্কো। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন তারা। এই ম্যাচে অবশ্য ১-০ গোলে জিতেছে বেনজিনারা। এবারই প্রথম নারীদের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.