kpl20: ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি! BCCI-র বিরুদ্ধে বিস্ফোরক Herschelle Gibbs

এবার টুইট করলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার।

Updated By: Jul 31, 2021, 04:12 PM IST
kpl20: ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি! BCCI-র বিরুদ্ধে বিস্ফোরক  Herschelle Gibbs

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর প্রিমিয়ার লিগ বা KPL ইস্যুতে এবার BCCI-র সুর চড়ালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সেল গিবস(Herschelle Gibbs)। টুইট করলেন, 'BCCI অপ্রয়োজনীয়ভাবে পাকিস্তানের সঙ্গে তাদের রাজনৈতিক সমীকরণকে টেনে আনছে এবং আমাকে খেলতে বাধা দেওয়ার চেষ্টা করছে। হুমকি দেওয়া হচ্ছে, ক্রিকেট সংক্রান্ত কোনও কাজের জন্য ভারতে ঢুকতে দেওয়া হবে না'।

আর মাত্র কয়েকদিন অপেক্ষা। কাশ্মীরেও এবার বসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর! আগমী শুক্রবার থেকে শুরু হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ বা KPL। এই টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাজি-র হয়ে খেলবেন বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। যেমন দক্ষিণ হার্সেল গিবস, পাকিস্তানের রশিদ লতিফ এবং আরও অনেকেই। আর তাতেই নাকি আপত্তি BCCI-র!

আরও পড়ুন: Tokyo Olympic: হকিতে রুদ্ধশ্বাস জয় ভারতীয় মহিলা টিমের, পদক জয়ে আরও এক ধাপ

শুক্রবার প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ টুইট করেছিলেন, 'বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে, তারা যদি প্রাক্তন ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে ওই ক্রিকেটারদের আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

 

এবার টুইট করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সেল গিবস(Herschelle Gibbs)-ও।

 

এই কাশ্মীর প্রিমিয়ার লিগ বা KPL-এ ওভারসিজ ওয়ারিয়ার্সের সঙ্গে চুক্তি রয়েছে গিবসের।

.