আইলিগ জিততে মরিয়া গুরবিন্দাররা
লালহলুদে অনেক ট্রফি জিতেছেন পঞ্জাবি ডিফেন্ডার। নেই আই লিগটা। যে কোনও মূল্যে এবার আই লিগটা জিততে মরিয়া গুরবিন্দার। ড্রেসিংরুমে তিনি মজা করতে পছন্দ করেন।
নিজস্ব প্রতিনিধি: আট বছর তিনি রয়েছেন ইস্টবেঙ্গলে। খালিদ ব্রিগেডে তিনিই সবচেয়ে অভিজ্ঞ মুখ। আই লিগ না পাওয়ার যন্ত্রণাটা তিনি সবচেয়ে ভাল বোঝেন। গুরবিন্দার সিং তাই সতীর্থদের থেকে একটু বেশি মরিয়া।
লালহলুদে অনেক ট্রফি জিতেছেন পঞ্জাবি ডিফেন্ডার। নেই আই লিগটা। যে কোনও মূল্যে এবার আই লিগটা জিততে মরিয়া গুরবিন্দার। ড্রেসিংরুমে তিনি মজা করতে পছন্দ করেন। হাসি ঠাট্টায় মেতে ওঠেন সতীর্থদের সঙ্গে। তবে আই লিগে নামার আগে একদম সিরিয়াস গুরবিন্দার। বারবার কাছাকাছি এসেও আই লিগটা আসেনি। অতীতের ভুল শুধরে নামতে চাইছেন গুরবিন্দার।