India vs Pakistan: ভাজ্জির দুসরায় লাইনচ্যুত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'!
আখতার টুইটারে হরভজনকে 'সবজান্তা' বলে খোঁচা দিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: হাতে আর ঠিক ৬ দিন। তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (ICC World T20 2021) অভিযান শুরু করছে ভারত। আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে ইন্দো-পাক মহারণ। বিরাট কোহলি বনাম বাবর আজমদের হাইভোল্টেজ মেগা ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখনই চরমে।
দুই দেশের দুই প্রাক্তন মহাতারকা বোলার ইন্দো-পাক ম্যাচের আগে সোশ্যালে বাগযুদ্ধে মাতলেন। মজার ছলেই হরভজন সিং (Harbhajan Singh) বিঁধলেন শোয়েব আখতারকে (Shoaib Akhtar)। ভাজ্জি সোজাসুজি জানিয়ে দিলেন যে, উইকেট সংখ্যার বিচার করলে তাঁর ক্রিকেটীয় জ্ঞান 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের' অনেকটাই বেশি। আখতার টুইটারে হরভজনকে 'সবজান্তা' বলে খোঁচা দিয়েছিলেন। আর তাতেই হরভজন টুইট করে বলেন, "যখন কারোর ৪০০-র ওপর টেস্ট উইকেট থাকে, তখন সে নিশ্চিত ভাবেই ২০০-র নীচে টেস্ট উইকেট পাওয়া ক্রিকেটারের থেকে খেলাটা বেশি জানে।"
আরও পড়ুন: WT20: কপিল-সুনীলের কাঁধ মাসাজ করছেন শোয়েব, ভারত-পাক ম্যাচের আগে কারণ জানালেন পেসার
বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা জোরে বোলার আখতার ওয়ানডে ফর্ম্যাটে নিয়েছেন ২৪৭টি উইকেট। কিন্তু টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১৭৮। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাক স্পিডস্টারের ঝুলিতে আছে ১৯টি উইকেট। অন্যদিকে ভারতের অন্যতম সেরা অফ-স্পিনার হরভজন দেশের হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে নিয়েছেন ৪১৭টি উইকেট। টেস্টে তাঁর উইকেট সংখ্যা আখতারের প্রায় দ্বিগুন (৪১৭টি)। দেশের হয়ে কুড়ি ওভারের ফর্ম্যাটে পঞ্জাব পুত্তর পেয়েছেন ২৫টি উইকেট। সব মিলিয়ে হরভজন উইকেট সংখ্যায় আখতারের থেকে অনেকটাই এগিয়ে।
আসন্ন টি-২০ বিশ্বকাপে সম্প্রচারকারী চ্যানেল তারকা খচিত ধারাভাষ্যকারদের নিয়ে প্যানেল বানিয়েছে। সেখানে রয়েছেন দুই কিংবদন্তি বোলার-হরভজন ও আখতার। দুই ক্রিকেটারের মধ্যে রীতিমতো ভাল বন্ধুতারই সম্পর্ক রয়ছে। হরভজনই এই বাগযুদ্ধের শুরুটা করেন। তিনিই ভারত-পাকিস্তানের বিশ্বকাপ পরিসংখ্যান দেখিয়ে বলেছেন যে, পাকিস্তান কেন ভারতের সঙ্গে খেলতে চায়? আখতারের দেশ 'ওয়াকওভার' দিলেই পারে। সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর ভারত ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে। সেই ম্যাচের দিকেও চোখ ফ্যানেদের।