Hardik Pandya: দু'কোটির চারচাকায় প্রবেশ, পথে কুর্নিশ অশ্বারোহী বাহিনীর, রাজকীয় অভ্যর্থনায় হার্দিক

Hardik Pandya receives warm welcome as Mumbai Indians captain: অধিনায়ক হার্দিককে অভিনব ভাবে অভ্যর্থনা জানাল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

Updated By: Dec 27, 2023, 06:04 PM IST
Hardik Pandya: দু'কোটির চারচাকায় প্রবেশ, পথে কুর্নিশ অশ্বারোহী বাহিনীর, রাজকীয় অভ্যর্থনায় হার্দিক
রাজার মতো অভ্যর্থনা পেলেন হার্দিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নবনিযুক্ত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। হাসি মুখে তারকা অলরাউন্ডার ঢুকছেন গুজরাতের জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পেট্রোকেমিক্য়াল কমপ্লেক্সে। হার্দিক এখানে এসেছিলেন তাঁর দু'কোটির টাকার রেঞ্জ রোভার ভোগ গাড়িতে। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু'ধারে ছিল অশ্বারোহী বাহিনী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাবসিডারি কোম্পানি ইন্ডিয়া উইন স্পোর্টস। মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানা এই কোম্পানিরই।

আরও পড়ুন: Hardik Pandya: হার্দিকের হল কী! আদৌ খেলবেন আফগানদের বিরুদ্ধে? আবার এল আপডেট
 

গত ১৫ ডিসেম্বর মুম্বই ইন্ডিয়ান্স বিরাট ঘোষণায় চমকে দিয়েছিল আইপিএল অনুরাগীদের! ক্রোড়পতি লিগের অন্য়তম সফল ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল যে, নীল সাম্রাজ্য়ে এবার রোহিত যুগের অবসান! মুম্বইয়ের মসনদে এখন থেকে হার্দিক। চব্বিশের আইপিএলে তাঁর নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। 
মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে এক বিবৃতিতে বলেছেন, 'উত্তরাধিকার তৈরি করে মুম্বই ইন্ডিয়ান্সের দর্শন মেনেই, ভবিষ্যতের রাস্তা তৈরি করা হল। মুম্বই বরাবর অসাধারণ সব নেতাদের পেয়েছে। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং ও রোহিত শর্মা। ভবিষ্যতের জন্য দলকে শক্তিশালী করার দিকে মুম্বই সবসময় নজর রেখেছে। এই দর্শন মেনেই এবার হার্দিক পান্ডিয়া আইপিএল চব্বিশে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হচ্ছেন।' রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। 

আইপিএলের দলবদলের বাজারে মুম্বইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা ১৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের নগদ অর্থেই হয়েছিল রেকর্ড লেনদেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, নেতৃত্বের ব্য়াটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটে। ২০২২ সালে গুজরাতের আইপিএল অভিষেক হয়। আর শুরুতেই হার্দিকের টিম চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে হার্দিকের দল রানার্স হয়েছিল। রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাতকে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে।  হার্দিক গুজরাতের হয়ে ৩০ ইনিংস খেলে ৮৩৩ রান করেছেন। তাঁর গড় ৪১.৬৫। স্ট্রাইক রেট ১৩৩.৪৯। ৮.১-এর ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেটও। । ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত হার্দিক খেলেছেন মুম্বইয়ের হয়ে। নীল জার্সিতে চারবার (২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জিতেছেন খেতাব। 

আরও পড়ুন: MS Dhoni: চব্বিশের যুদ্ধে ধোনি অনিশ্চিত, সিএসকে কর্তার কাছেই নেই উত্তর, এ কী কাণ্ড!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.